খেলা

এপ্রিল মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট : আগরকর

Virat decided to retire from Test cricket in April: Agarkar

Truth Of Bengal: গত ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু বিরাট কবে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সম্বন্ধে নিজের মত ব্যক্ত করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর।

শনিবার আসন্ন ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাটের অবসর নিয়ে প্রশ্নের উত্তর দেন আগরকর। তিনি বলেন, ‘বিরাট আচমকা এমন সিদ্ধান্ত গ্রহণ করেনি। গত এপ্রিল মাসেই ও সিদ্ধান্ত নিয়েছিল টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার।’

আগরকারের আরও সংযোজন, ‘বিরাট-রোহিত-অশ্বিনের মতো খেলোয়াড়রা যখন অবসর নেন, তখন সেটা সবসময়ই বড় শূন্যস্থান সৃষ্টি করে। ওরা তিনজনই যোগ্য ক্রিকেটার। ওদের অবসরের ফলে অন্যরা সুযোগ পাবে। এখন দেখার তাঁরা কিভবে এই সুযোগ কাজে লাগাতে পারেন।’

 

Related Articles