খেলাটি২০ বিশ্বকাপ

প্রথম ম্যাচে কানাডাকে হারাল ইউএসএ

USA defeated Canada in the first match

The Truth of Bengal: রবিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের সূচনা হয়ে গেল। আমেরিকার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো। এই ম্যাচে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইউএসএ।

কানাডার হয়ে প্রথমে ব্যাট করতে নেমে অ্যারন জনসন ১৬ বলে ২৩ রান করেন। যার মধ্যে ৫টি চার মারেন তিনি। নাভনিত ধালিওয়াল ৪৪ বলে ৬১ রান করেন। ৬টি চার ৩টি ছয় মারেন। প্রগাত সিং মাত্র ৫ রানে আউট হয়ে যায়। নিকোলাস কিরতন ৩১ বলে ৫১ রান করেন। শ্রেয়স মোভা ১৬ বলে ৩২ রান করেন। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা।

১৯৫ রান করতে নেমে যুক্তরাষ্ট্রের  স্টিভেন ট্রেইলর শুন্য রানেই আউট হয়ে যান।  যুক্তরাষ্ট্রের  উইকেট কিপার ক্যাপ্টেন মোনাক প্যাটেল ১৬ বলে ১৬ রান করেই আউট হয়ে যান। আন্দ্র্রিয়স গউস ৪৬ বলে ৬৫ রান করেন। তার সাথে জুটি বাঁধেন অ্যারন জনস। তিনি ৪০ বলে ৯৪ রানের একটি ম্যাচ জেতানো পারফরম্যান্স করেন। ১২ বল বাকি থাকতেই আমেরিকা ম্যাচ জিতে নেয়।

Related Articles