খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন উরুগুয়ের ‘এল মাতাদোর’

Uruguay's 'El Matador' bids farewell to international football

The Truth Of Bengal :  আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন এডিনসন কাভানি, উরুগুয়ের সমর্থকদের কাছে ‘এল মাতাদোর’ নামে পরিচিত এই স্ট্রাইকারের অবসরের ঘোষণায় ভেঙে পড়েছে উরুগুয়ের সমর্থকরা। তবে দেশের হয়ে ফুটবল খেলা ছাড়লেও বর্তমানে তিনি ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। বর্তমানে কাভানি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়রে খেলেন। ৩৭ বছরের কাভানিকে এই দশকের অন্যতম সেরা স্ট্রাইকার বলা ভুল হবে না। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল কাভানির। সেই ম্যাচ ২-২ ড্র হয়। উরুগুয়ের জাতীয় দলের কিংবদন্তী ফুটবলারদের মধ্যে তিনিও একজন। উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার এই কাভানি। এবং সুয়ারেজের পর উরুগুয়ের ইতিহাসেও সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। দেশের হয়ে ১৩৬টা ম্যাচ খেলেছেন আর গোল করেছেন ৫৮টা। তাঁর নামের পাশে ১৭টা অ্যাসিস্টও আছে।

২০১১ সালে উরুগুয়ের হয়ে কোপা আমেরিকার খেতাব জেতেন কাভানি। এই সোনালি আন্তর্জাতিক সফর অবশেষে শেষ করলেন কাভানি। একটা সময় সুয়ারেজ ও কাভানি জুটি বিশ্বের তাবড় ডিফেন্ডারদের ত্রাস ছিল। অবশেষে সেই জুটিরও পথ চলা শেষ হল।  ১৬ বছরের যাত্রায় ইতি ‘এল মাতাদোর’এর।

 

Related Articles