প্লে অফের আগেই প্রীতির দলে অশান্তি, অন্য দুই মালিকের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
Unrest in Preeti's team before the playoffs, actress files case against two other owners

Truth Of Bengal: চলতি আইপিএল-এ দুরন্ত ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। এমনকি প্লে-অফেও কার্যত জায়গা পাকা করে নিয়েছে প্রীতি জিন্টার দল। কিন্তু হলে কি হবে! মাঠের বাইরের অশান্তিতে এখন জেরবার পঞ্জাব। সূত্রের খবর, প্রীতির দলের ওপর দুই কর্তা মোহিত বর্মন এবং নেস ওয়াদিয়ার সঙ্গে নাকি তাঁর এখন আদায়-কাচকলা সম্পর্ক। এবং সেই জল গড়িয়েছে আদালত পর্যন্ত।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব দলের পরিচালনা করে কেপিএইচ ড্রিম প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি। যার ডিরেক্টর পদে রয়েছেন প্রীতি, মোহিত ও নেস। বাকি দুই ডিরেক্টরের বিরুদ্ধে প্রীতির অভিযোগ হল, গত ২১ এপ্রিল ইজিএম (এক্সট্রা অডিনারি) বৈঠক কোম্পানির নিয়ম মেনে ডাকা হয়নি। এর পাশাপাশি লঙ্ঘন করা হয়েছে বেশ কিছু নিয়মও। কিন্তু এই বৈঠক নিয়ে যে তাঁর আপত্তি রয়েছে তা কোম্পানির অন্য দুই ডিরেক্টরকে গত ১০ এপ্রিল জানিয়েও দিয়েছিলেন বলি অভিনেত্রী।
এদিকে নিজের আপত্তি থাকা সত্ত্বেও কোম্পানির অন্য দুই ডিরেক্টরের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন প্রীতি। আর এর কয়েকদিন পরেই ফের ওয়াদিয়া ও মোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। সূত্রের খবর, প্রীতি অভিযোগ করেন, কোম্পানির অন্য দুই ডাইরেক্টরের ডাকা ওই বৈঠকে মুনীশ খান্নাকে আরও এক ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়। যা মেনে নিতে পারেননি প্রীতি। এমনকি মুনীশের পদ খারিজেরও আবেদন জানান তিনি। এমনকি এরপর থেকে করণ ও তাঁর অনুমতিতে কোনও বৈঠকে ডাকা যাবে না অভিযোগ করেন প্রীতি। তবে এই বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনও কিছু জানা যায়নি।