খেলা

কোন নিয়মে আইএসএল-র ফাইনাল যুবভারতীতেই

Under what rules will the ISL final be played?

Truth Of Bengal: আগামী ১২ এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল-র ফাইনাল ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সবুজ-মেরুন ব্রিগেড জামশেদপুরকে হারাতেই ফাইনাল ম্যাচের ভেন্যু নিশ্চিত হয়ে যায়। এবং মঙ্গলবার সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে আইএসএল-কর্তৃপক্ষ।

কেন যুবভারতীকে ফাইনালের ভেন্যু হিসাবে বাছা হয়েছে? তার কারণ হল, আইএসএল-র নিয়ম হচ্ছে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের মধ্যে যে দল লিগে এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি আইএসএল-এ লিগ জিতেছে মোলিনার দল। এবার ফাইনালেও উঠেছে তারা। সেই কারণেই ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

প্রসঙ্গত, এবারের মোহনবাগানের কাছে ফের একবার সুযোগ রয়েছে লিগ ও কাপ জেতার। গত বছর মুম্বইয়ের কাছে ঘরের মাঠে কাপ জেতা অধরা থেকে গিয়েছিল বাগান ব্রিগেডের কাছে। এবার ফের একবার এই সুযোগের মুখোমুখি শুভাশিস, লিস্টনরা। এবারও লিগ-শিল্ড জয় করেছে বাগান শিবির। তবে এবারে মোহনবাগানের প্রতিপক্ষ মুম্বই নয়, সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। এখন দেখা যাক মুম্বইয়ের গড়া লিগ ও কাপ জয়ের রেকর্ড এবার ভাঙতে পারেন কি মোলিনার দল, তা সময় হলেই বোঝা যাবে।

Related Articles