খেলা

বিশ্বকাপ জয়ের নায়ক ট্রেভিস হেড কোভিড আক্রান্ত

Travis head 

The Truth of Bengal: ক্রিকেট বিশ্বে করোনার থাবা ফের ফিরে এসেছে। এর আগে ক্রিকেটার মিচেল স্যান্টনা ও ডেভন কন্ওয়ে  ছিটকে গিয়েছিলেন। ভয়াবহতার কথা মাথায় রেখে এই কিউই তারকাকে আইসোলেশনে রাখা হয়েছিল। আর এবার আরো এক ক্রিকেটারের করোনা পজেটিভ এসেছে।অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেড। জানা গেছে , ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

এই আক্রান্তের দিনে দিনে যেন বাড়ছে।  চিন্তা ধরাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে ও ক্রিকেট বিশ্বকে। গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আক্রান্ত হওয়ায় ক্রিকেট বিশ্বে আশঙ্কার একটা ছায়া দেখা গেছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে রাখা হচ্ছে আইসোলেশনে ট্রাভিস হেডের ক্ষেত্রে কি করা হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশ্বকাপের ফাইনালে শত রান করেছিলেন।

সে শতরান করেই ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও শতরান করেন তিনি। খেলোয়ারদের প্রধান সমস্যা চোট আঘাত। আঘাত নয় এক্ষেত্রে করোনাতে আক্রান্তের ঘটনা ঘটছে। তিন বছর আগে করোনার কবলে পড়েছিল গোটা বিশ্ব। মহামারীতে প্রাণ গিয়েছিল বহু মানুষের । বহু খেলোয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেই স্মৃতি যেন ফের ফিরে এলো।

Related Articles