দীর্ঘ ১৭ বছর পর অবশেষে ম্যান-ইউকে হারিয়ে খেতাব জয় টটেনহ্যামের
Tottenham finally wins the title after 17 long years, defeating Man Utd

Truth of Bengal: দীর্ঘ ১৭ বছর পর অবশেষে প্রতিক্ষার অবসান। বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল টটেনহ্যাম। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ব্রেনান জনসন। এই জয়ে টটেনহ্যাম নিশ্চিত করল আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিটও। সর্বশেষ ২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জিতেছিল তারা। বলা বাহুল্য, ১৯৮৪ সালে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) জিতেছিল টটেনহ্যাম। অর্থাৎ, ৪১ বছর পর ইউরোপীয় মঞ্চে ট্রফি এল তাদের ঝুলিতে।
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে টটেনহ্যাম এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড— দুই দলেরই অবস্থা শোচনীয়। ম্যান ইউ রয়েছে ১৬ নম্বরে, টটেনহ্যাম ১৭ নম্বরে। এ বার টটেনহ্যাম ১৫টি ম্যাচের মধ্যে ১০টি জিতেছে, তিনটি ড্র এবং মাত্র দু’টি ম্যাচ হেরেছে। উয়েফা কাপ ও ইউরোপা লিগ মিলিয়ে টটেনহ্যামের জয়সংখ্যা এখন ৯৮। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন তাদের দখলে। এই পরিস্থিতিতে খেলতে নেমে প্রথমার্ধের বেশিরভাগ সময় দুদলই বড় সাবধানে খেলে। আর তাতেই জয় আসে জয় টটেনহ্যামের।
অন্য দিকে, এই হারের পর আরও চাপে পড়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। তাঁর পদত্যাগের দাবিও উঠতে শুরু করেছে। দায়িত্ব নেওয়ার কয়েক মাস কেটে গেলেও দলকে উন্নতির পথে ফেরাতে পারেননি তিনি। ম্যাচের পরে অবশ্য ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে চাননি আমোরিম।তবে তিনি বলেছেন, ‘এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। আগে আজকের হারটা হজম করতে দিন। আমার ছেলেরা খুব চেষ্টা করেছে, আমরাই ভাল খেলেছি।‘