খেলা

জয়ের পর এভাবেই মন জয় করলেন আমান সেহরাওয়াত

This is how Aman Sehrawat won hearts after winning

The Truth Of Bengal: ভারতীয় কুস্তিগীর আমান সেহরাওয়াত প্যারিস অলিম্পিক ২০২৪ এ ব্রোঞ্জ পদক জিতেছেন। ৫৭ কেজি বিভাগে পদক জিতেছেন আমান। পদক জয়ের পর নিজের কথায় সবার মন জয় করেন আমান। জয়ের পর আমান বলেন, এই মুহূর্তে তাঁর জন্য সেরা মুহূর্ত চলছে। রবি দাহিয়াকে হারিয়ে প্যারিস অলিম্পিকে পৌঁছেছেন আমান।

জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন আমান। আমানকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি আপনার জীবনের সেরা মুহূর্ত? জবাবে আমান বলেন, “সর্বোত্তম মুহূর্ত চলছে স্যার।”

এ ছাড়া আমানের সঙ্গে কথা হয় তার সংগ্রামী ও বাবা-মা নিয়ে। আমান আরও বলল, “সমস্যা নেই স্যার। সোনা যেদিন আসবে দেখবেন।” এ ছাড়া আমনে তার বাবা-মা সম্পর্কে বলেন, আমি তাদের মিস করি। আমান প্রায় ১১ বছর বয়সে তাঁর বাবা-মাকে হারান। একই সময়ে, আমান প্রকাশ করেছিলেন যে তাঁর বাবার ইচ্ছা ছিল তিনি একজন কুস্তিগীর হবেন।