খেলা

পাকিস্তানের সঙ্গে আর কোনও সম্পর্কই রাখা উচিত নয় : সৌরভ

There should be no more relations with Pakistan: Sourav

Truth Of Bengal: মঙ্গলবার ভূ-স্বর্গের কাশ্মীরের পহেলগাঁও-তে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় কমপক্ষে ২৮ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেকে। এবার এই জঘন্য ঘটনার পরই পাকিস্তান নিয়ে কড়া মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাজ জানান, ‘ভারত আইসিসি-র কোনও টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে যদি ম্যাচ না খেলার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তা একদম সঠিক সিদ্ধান্ত। প্রতিবছর এক একটা নৃশংস ঘটনা ঘটাবে। এগুলি এখন আর কোনওভাবেই সহ্য করা যাচ্ছে না।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে রয়েছে। শেষবার এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১২-১৩ সালে। তারপর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি দুই দেশের মধ্যে। তবে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোনও ইভেন্টে ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছে। এবার সেই পথও বন্ধের জন্য বিসিসিআই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে আবদেন জানাবে বলেই জানা গিয়েছে।

এই প্রসঙ্গে আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমি মনে করি তা একদম ১০০ শতাংশ সঠিক সিদ্ধান্ত। ওদের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন করা উচিত। তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার।’ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের প্রাক্তন অধিনায়কের পাকিস্তান সম্পর্কে এমন কড়া মন্তব্যের পরই বোর্ড যাতে কড়া সিদ্ধান্ত গ্রহণ করে তার জন্য চাপ আসতে থাকবে বিসিসিআই-র ওপর।

যদি সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আবেদন করেছে ক্রিকেটের বিশ্বকাপেও ভারত কোনওভাবেই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না। পাশাপাশি ভারতের সঙ্গে যাতে একই গ্রুপে পাকিস্তানকে না রাখা হয় তারও আবেদন করা হয়েছে। যদিও এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরকারিভাবে কোনও কিছুই প্রকাশ করেনি। তবে যদি তারা আইসিসির কাছে চিঠি দিয়ে থাকে, তাহলে একদম সঠিক করেছে। এটাই করা উচিত।

Related Articles