বলতে দ্বিধা নেই এটাই অভিষেকের চেনা ছন্দ : ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার
There is no hesitation in saying that this is Abhishek's familiar rhythm: Indubhushan Roy, former cricketer

Truth Of Bengal: শনিবার আইএসএল-র ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল পঞ্জাব সুপার কিংস। দুই দলের তিন ব্যাটারের দিকেই অন্যদের মত নজর ছিল আমারও। এই তিনজনের তালিকায় কারা কারা ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তবুও আমি বলতে বাধ্য হচ্ছি এই তিনজন হলেন সানরাইজার্সের অভিষেক শর্মা, ট্রাভিস হেড এবং পঞ্জাবের শ্রেয়স আইয়ার।
ম্যাচে তিনজন ব্যাটারের পারফরম্যান্স দেখেই আমি যথেষ্ট খুশি হয়েছি। তবে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি দুই ভারতীয় ব্যাটার শ্রেয়স এবং অভিষেকের ব্যাটিং দেখে। অভিষেক যে অত্যন্ত প্রতিভাবান একজন ব্যাটার, তার প্রমাণ ও অনেক আগেই অর্থ্যাৎ আইপিএল-র আগে ইংল্যান্ডের বিপক্ষে রেখেছিল। আমি আশা করেছিলাম অভিষেক এই ফর্ম ধরে রাখতে পারলে আইপিএল-র আসরে যে কোনও বোলারের কপালে দুঃখ আছে। আবার তার প্রমাণ অভিষেক করে দেখাল পঞ্জাব ম্যাচে।
অনবদ্য একটা ইনিংস। মাত্র ৫৫ বল খেলে ১৪১ রান টি-টোয়েন্টি ক্রিকেটে করা মুখের কথা নয়। আসলে চলতি আইপিএল-এর শুরু থেকে এই ম্যাচের আগে অবধি অভিষেক কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারছিলেন না। প্রায় প্রতিটি ম্যাচেই অভিষেককে দেখে অনেকের মত অবাক এবং হতাশ হয়েছি আমিও। কিন্তু তবুও আমি আশা করেছিলাম অভিষেক আইপিএল-র যে কোনও একটা ম্যাচে একদিন না একদিন ঠিক রান পাবেই। আর সেটাই হল শনিবার।
হায়দরাবাদ দলে শুরুর তিন ব্যাটার অভিষেক, হেড এবং ইশান কিষাণ তিনজনই পিঞ্চ হিটার। এবং তিনজন যেদিন ফর্মে থাকবেন, সেদিন যে অন্যদের কপালে দুঃখ আছে তা শনিবার ম্যাচেই প্রমাণ হয়ে গেল। টি-টোয়েন্টিতে একজন ব্যাটারের যে ধরনের ব্যাটিং করা উচিত অভিষেক সেই কাজটাই এত নিখুঁতভাবে করল যে বলার কথা নয়। শুধু অভিষেক নয়, সঙ্গে ট্রাভিস হেড। দুজনের অনবদ্য জুটিতে ১৭১ রান-ই পঞ্জাবকে ম্যাচ থেকে ছিটকে দিল। কেননা মাথায় রাখতে হবে ২৪৫ রান তাড়া করা মুখের কথা নয় টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে ওই বিশাল রানের পার্টনারশিপই শ্রেয়সদের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল।
অপর দিকে আমি আর একজনের কথা বলব। যাঁর ব্যাটিং দেখে সত্যিই আমার দারুণ আনন্দ হচ্ছে। তিনি হলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়সকে যতই দেখছি, ততই যেন মুগ্ধ হয়ে উঠছি। অনবদ্য ইনিংস খেলল। কিন্তু শ্রেয়সের কপাল খারাপ যে ম্যাচটাতে জয় পেল না। তবে তা বলে মন খারাপ করা উচিত নয়। আমি শ্রেয়সকে বলব, নিজের এই স্বাভাবিক খেলাটাই ও যেন প্রতিটা ম্যাচে খেলে যায়।
আর একটা কথা আমাকে বলতেই হবে, সেটা হল পিচ নিয়ে। হায়দরাবাদের পিচ পুরোপুরি ব্যাটিং সহায়ক ছিল। তার ফলে দুটো দলই যথেষ্ট ভাল ব্যাটিং করেছে। দর্শকরাও ম্যাচ দেখে মজা পেয়েছেন। কিন্তু কেবলমাত্র নাইটরাই উইকেট নিয়ে নানারকম কথা বলছেন। কিন্তু এটা কেন হবে আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, পিচ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে খেলার দিকেই মন দিলে নাইটদের পক্ষে ভাল হয়।