খেলা

সফল হয়েছে অস্ত্রোপচার , হাসপাতালে শুয়ে আপডেট দিলেন শামি

The surgery was successful, Shami gave an update while lying in the hospital

The Truth Of Bengal : বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন মহম্মদ শামি । এবার সেই চোটের অস্ত্রপচার করা হল । হাসপাতালে শুয়েই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি । তার গোড়ালিতে অস্ত্রোপচারের করা হয়েছে । এবং তার  অস্ত্রোপচারের সফল হয়েছে । তবে ২২গজের খেলার মাঠে নামতে বেশ কিছুদিন সময় লাগবে তার । অস্ত্রোপচারের পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হল ।

উল্লেখ্য ,২০২৩ সালে বিশ্বকাপ খেলার সময় পায়ে চোট পেয়ে মহম্মদ শামি । তার এই চোট সরানোর জন্য অপারেশনটি দরকার ছিলো । আর এই চোটের জন্য বেশ লম্বা সময় ধরে দলের বাইরে ছিলেন তিনি । যদিও বা লন্ডনে গিয়ে পায়ের চিকিৎসা করা হলেও , তিনি সেরে উঠতে পারেন নি তিনি । অবশেষে এ , তিনি অপারেশনের সিদ্ধান্ত নেন ।

অস্ত্রোপচারের পর নিজের X হ্যান্ডেলে ছবি পোস্ট করে শামি লিখেছেন ” আমার গোড়ালিতে এক্ষুণি সফল অস্ত্রোপচার হল। আমাকে সুস্থ হতে সময় লাগবে তবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছি।” ছবিতে শামির  নাকে অক্সিজেন নল ও হাতে স্যালাইনের চ্যানেল লাগানো আছে ।

Free Access

Related Articles