এশিয়ান কাপের সূচি প্রকাশ, এদিকে চোট আঘাতে জর্জরিত খেলোয়াররা…
The schedule of the Asian Cup is revealed, while the players are suffering from injuries.

The Truth Of Bengal: চোট আঘাতে জর্জরিত ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়ারকে ছাড়াই দোহাতে পৌঁছাতে হয়েছে ইগর স্টিম্যাচ কে । ইন্ডিয়ান ফুটবলের তরফ থেকে ইন্সটা তে সূচিও প্রকাশ করা হয়েছে । ভারতের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ জানুয়ারি। উজবেকিস্তানের বিপক্ষে ম্যআচ রয়েছে ১৮ জানুয়ারি। সিরিয়ার বিপক্ষে ২৩ জানুয়ারি।
ভারতীয় ফুটবল টিম এশিয়ান কাপের জন্য দোহা পৌঁছে গিয়েছে আগেই । প্রাকটিস ও করছেন জোড় কদমে । এবার ইন্ডিয়ান ফুটবলের তরফ থেকে ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে ভারতের খেলার সূচি । অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ জানুয়ারি খেলবে ভারত । উজবেকিস্তানের বিপক্ষে ম্যআচ রয়েছে ১৮ জানুয়ারি। সিরিয়ার বিপক্ষে ২৩ জানুয়ারি। এর আগেই স্টিমাচ বলেছিলেন এই গ্রুপ গত বারের থেকে অনেক কঠিন। ভাল পারফরম্যান্স উপহার দিতে চাই এবং গোটা প্রতিযোগিতা জুড়ে একই রকম ছন্দে খেলতে চাই। সেকারণে দোহাতে পৌঁছে যাওয়ার পর ই প্রাকটিস শুরু করে দিয়েছিল ভারতীয় টিম ।
এবার চোট আঘাতের কারণে কোচ যাদেরকে চেয়েছিল তাদেরকে আর পায়নি । 26 জনদল নিয়ে গিয়েছেন কোচ। চোটের কারণে কোনো কোনো খেলোয়াড় কে ছাড়ায় যেতে হয়েছে । ভারতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া কোচের কপালে চিন্তার ভাঁজ । গুরুত্বপূর্ণ একজন মিডফিল্ডারকে বাদ দিয়েই কি তাকে দল সাজাতে হয়েছে । এখন দেখার কেমন পারফর্ম করে গোটা দল । বেশ চাপে পড়েই এবার দল সাজাতে হয়েছে কোচকে । এবার নজর ১৩ তারিখের দিকে ।
Free Access