মিলে গেল ভবিষ্যৎবাণী, রিয়ালকে হারিয়ে সেই বার্তাই দিলেন ইয়ামল
The prediction came true, Yamal gave the same message after defeating Real

Truth Of Bengal: শনিবার কোপা দেল-রে’র খেতাব জয় করেছে বার্সেলোনা। ফাইনাল ম্যাচে ৩-২ গোলে কাতালানরা পরাজিত করেছে চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদকে। সেই রুদ্ধশ্বাস ম্যাচে বার্সার হয়ে একটি গোলও করতে পারেননি ইয়ামল। কিন্তু পেদ্রির প্রথম গোলের ক্ষেত্রে তাঁরই অ্যাসিস্ট ছিল।
দলের হয়ে গোল করতে না পারলেও, দল খেতাব জয় করায় দারুণ খুশি বার্সার কনিষ্ঠতম এই ফুটবলারটি। তবে এ ছাড়া আরও একটি কৃতিত্ব দাবি করতে পারেন তিনি। এস্তাদিও স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে নামার আগে ইয়ামল জানিয়েছিলেন, ‘হাইভোল্টেজ এই ম্যাচে যে পরিস্থিতিই হোক না কেন, শেষ পর্যন্ত তাঁরা ম্যাচটি জিতেই মাঠ ছাড়বেন।’
ইয়ামলের এই কথা পুরোপুরি মিলে গিয়েছে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ফের সে কথাই একবার মনে করিয়ে দিলেন বার্সার এই তরুণ ফুটবলারটি। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচে রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে আমি হোটেলে আমার সতীর্থ রোনাল্ড আরাউজোকে বলেছিলাম, আমরা যদি এক গোল করে ফেলি, তাহলে ম্যাচ জিততে আমাদের আর কোনও অসুবিধা হবে না। আর ওরা যদি দু গোল-ও করে ফলে? না তাতেও কোনও সমস্যা হবে না। কেননা রিয়াল আমাদের বিপক্ষে এই মরসুমে একটা ম্যাচেও জিততে পারবে না।’ মিলল তো আমার সেই কথা।
কেননা কোপা দেল-রে’র খেতাব জয়ের আগে গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপেও রিয়ালকে পরাজিত করেছিল কাতালানরা। ম্যাচের ফল ৫-২। তারও আগে লা-লিগার এল ক্লাসিকোর প্রথম ম্যাচে ৪-০ গোলে জয় পায় বার্সা। অবশ্য আগামী মাসের ১১ তারিখ ফের তারা মুখোমুখি হবে ফেরতি লেগের ম্যাচে। সেই ম্যাচে জয় পেলেই কার্যত লা লিগার খেতাব নিশ্চিত হয়ে যাবে বার্সার। এখন দেখার কোপা দেল-রে’র ম্যাচে বার্সাকে হারিয়ে ইয়ামলের বার্তার কিছুটা হলেও এমবাপেরা জবাব দিতে পারেন কি না, তা সময়ই বলবে।