খেলা

অতিরিক্ত ভেঙ্কটেশ প্রীতি ত্যাগ না করলে ডুববে নাইটরা

The Knights will sink if they don't give up the extra Venkatesh Preeti

Truth Of Bengal: ইন্দুভূষণ রায়, প্রাক্তন ক্রিকেটার: রবিবার ইডেনে আইপিএল-র আরও একটু গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি রাজস্থান রয়্যালসের। এই ম্যাচ নাইটদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে গেলে বাকি চারটে ম্যাচ রাহানে-গুরবাজদের কাছে ডু-অর-ডাই। অপর দিকে রাজস্থানের কাছে নেহাতই নিয়মরক্ষার একটা ম্যাচ। তবুও আমি আশা করব, দুই দলই নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করবে। তবে ক্রিকেট এক বলের খেলা। যে কেউ জিততে পারে। এখন কি হবে সেটা সময় বলবে!

তবে আমি এই ম্যাচ নিয়ে বলতে পারি, রাজস্থানের দুই ওপেনিং ব্যাটার বৈভব ও যশস্বী ছন্দে রয়েছেন। কাজেই দুজনেই চাইবেন ইডেনের মাঠে ভরা দর্শকদের সামনে রানে ফিরতে। ওদের মত আমিও চাই যশস্বী-বৈভব রান করুক। কেননা যশস্বী দারুণ ছন্দে রয়েছে। ওর ব্যাটিং স্টাইল-ও দারুণ। আর বৈভব একটা ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও, পরের ম্যাচে রান পায়নি। কিন্তু ওর যে প্রতিভা আছে তা নিয়ে কোনও কথা হওয়ার কথা নয়। এখন যেটা দেখার  সেটা হল, নাইটদের স্পিন আক্রমণের সামনে ওরা কিভাবে নিজেদের মেলে ধরে।

অপর দিকে কেকেআর দল প্লে-অফের আশা জিইয়ে রেখেছে। কাজেই ঘরের মাঠে রাহানের চাইবেন ম্যাচ থেকে যাতে পুরো পয়েন্ট পাওয়া যায়। এটাই স্বাভাবিক। তবে আগেও বলেছি রাহানদের দলে ব্যাটিং অর্ডারে সমস্যা আছে। বিশেষ করে ছন্দহীন ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। একের পর এক ম্যাচে ২৩ কোটির ব্যাটার ব্যর্থ হয়েছেন, আর দলকে বিপদে ফেলে দিয়ে ডুবিয়েছেন।

শুনলাম তবুও নাকি অধিনায়ক রাহানে ওর ওপর থেকে ভরসা হারাতে রাজি নয়। কিন্তু কেন রাহানের এত ভেঙ্কটেশ ‘প্রীতি’ বুঝতে পারছি না। শনিবারই কেকেআর অধিনায়ক জানান, তিনি ভেঙ্কটেশের প্রতি আস্থা হারাচ্ছেন না। বাকি হাতে চার ম্যাচের মধ্যেই ছন্দে ফিরবেন ভেঙ্কটেশ এইরকম কথাও বলেছেন। আর আমি বলছি, রাহানের এই ধারনা সম্পূর্ণ ভুল। ভেঙ্কটেশের ছন্দে ফেরার আর কোনও সম্ভাবনাই নেই।

আর যদি এখনও তাঁর ওপর বিশ্বাস বা ভরসা করা হয়, তাহলে নাইটদের কিন্তু ডোবা ছাড়া আর কোনও পথ খোলা নেই। রাহানে প্রহর ভেঙ্কটেশের ছন্দে ফেরার প্রহর গুণতে গুণতে পুরো টুর্নামেন্ট থেকেই নাইটরা বিদায় নিয়ে নেবেন। আমি বুঝতে পারি না, এটা তো স্বাভাবিক কথা, ভেঙ্কটেশ অর্ডারে ব্যাট করতে নামেন, সেখানে পিঞ্চ হিট না করা ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই।

ওই পজিশনের ব্যাটাররা হিট করবেন। এটাই স্বাভাবিক। কেননা খেলাটা টি-টোয়েন্টি। সেখানে যে দলই ছন্দহীন ব্যাটারের ওপর ভরসা করে তাঁকে নামাবেন, সঙ্গে সঙ্গে ডুবতে হবে দলকে। কাজেই আমার মতে রামনদীপ যখন বসানো হয়েছে, তাহলে ছন্দহীন ভেঙ্কটেশ নয় কেন?

প্রাক্তন ক্রিকেটার হিসাবে আমার মনে হয়েছে, এই অবস্থায় ভেঙ্কটেশের বদলি হিসাবে অবশ্যই দলে নিয়ে আসা উচিত রাভম্যান পাওয়েলকে। আর রিঙ্কুর জায়গায় পাওয়েলকে নিয়ে ভেঙ্কটেশের জায়গায় রিঙ্কুকে নিয়ে আসা দরকার। তাহলে হয়ত নাইটদের ব্যাটিং অর্ডারের চাপটা অনেকটা কমবে। রিঙ্কু যে ধরনের খেলা খেলে তাতে ভেঙ্কটেশের জায়গায় ওই পারফেক্ট বলে আমার মনে হয়।

তবে একটা কথা আছে, সবাই বুঝলেও বোঝেন না কর্তারা। কেননা এটাই কর্পোরেট কালচার। সেই প্রবাদ বাক্যই মেনে চলছেন নাইট টিম ম্যানেজমেন্ট। সুতরাং আমি জানি না রবিবার ম্যাচে কোন দল মাঠে নামাবেন কিং খান ম্যানেজমেন্ট। তবে শেষে একটা কথাই বলি, এবার অন্তত ভেঙ্কটেশকে নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত টিম ম্যানেজমেন্টকে।

Related Articles