খেলা

চার্চিলকে আই লিগ ট্রফি দিয়েও ৭২ ঘন্টার মধ্যেই ফেরতের নির্দেশ দিল ফেডারেশন  

The Federation gave Churchill the I-League trophy but ordered it to be returned within 72 hours.

Truth Of Bengal: মাত্র ৭২ ঘণ্টা অতিক্রান্ত হয়েছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে গোয়ার চার্চিল ব্রাদার্সের কর্ণধারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকেলে পুরো ৯০ ডিগ্রি ঘুড়ে পাল্টি খেয়ে চার্চিল কর্তাদের কাছে আই লিগ ট্রফি ফেরত চাইল এআইএফএফ।

কেন ফেডারেশন এমন সিদ্ধান্ত নিল সেই বিষয়ে আরো খবরের পক্ষ থেকে চার্চিল কর্তা আলেমাও চার্চিলকে ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এখন দেখার ফেডারেশনের এই সিদ্ধান্ত চার্চিল কর্তারা মেনে নেন কি না তা সময় বলবে।

উল্লেখ্য, এবারের আই লিগে চ্যাম্পিয়ন হিসাবে চার্চিল না ইন্টার কাশি কে হবে, তা শেষ পর্যন্ত কোর্ট অফ আরবিস্ট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-র ওপর নির্ভর করবে তা বলাই বাহুল্য। কেননা আই লিগের চ্যাম্পিয়নের খেতাব জয়ের দৌড়ে ছিল ইন্টার কাশি ও চার্চিল। কিন্তু ঝামেলার সূত্রপাত হয় নামধারী বনাম ইন্টার কাশী ম্যাচের পরই। ওই ম্যাচে নামধারীর কাছে পরাজিত হয় হাবাসের দল। কিন্তু ইন্টারকাশী অভিযোগ করে নামধারী তাদের বিরুদ্ধে ম্যাচে অবৈধ খেলোয়াড় খেলিয়েছে। সুতরাং পুরো তিন পয়েন্ট তাদের প্রাপ্য।

এরপর যুমনা দিয়ে বহু জল গড়িয়ে শেষ পর্যন্ত তা গড়ায় অ্যাপিল কমিটি পর্যন্ত। তারপর সেখানে স্থগিতাদেশ পাওয়ার পর গত ১৮ এপ্রিল এই অ্যাপিল কমিটি চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। এর পরই (সিএএস)-র দ্বারস্থ হয় ইন্টার কাশি। সেখানে এই রায়ে স্থগতিাদেশ জারি করে সিএএস। এর পরও ফেডারেশন চার্চিলকেস আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে, তাদের হাতে ট্রফি তুলে দিয়ে ফের তা ফেরত চাইল। এতে ভারতীয় ফুটবল কর্তাদের সমালোচনা করতে ছাড়লেন না ফুটবল বিশেষজ্ঞরা।

Related Articles