
Truth Of Bengal : বাতিল করা হল ডুরান্ড ডার্বি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের প্রথম ডার্বি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বাতিল ডার্বি। শুক্রবার থেকেই ডার্বি হবে কিনা তা নিয়ে চর্চা হচ্ছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গেও আলোচনা করছে ডুরান্ড কমিটি। অতিরিক্ত সেনা নামিয়ে বাড়তি নিরাপত্তা দিয়ে ডার্বি আয়োজনের মরিয়া চেষ্টা চালিয়েছিল আয়োজক কমিটি। শনিবার ডুরান্ড কর্তৃপক্ষ এ বিষয়ে জরুরি বৈঠকে অবশেষে ডার্বি বাতিল করা হল। ভবিষ্যতে এই ডার্বি আদেও হবে কিনা সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হচ্ছে। মোহনবাগান শীর্ষে থেকেই নক-আউটে যাচ্ছে । ইস্টবেঙ্গলও সেকেন্ড বেস্ট হয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। রবিবার অনুষ্ঠিত হওয়া বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল। এক বিশিষ্ট সংবাদ সংস্থা সূত্রে খবর, টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কলকাতায় প্রতিযোগিতার আর কোনও ম্যাচ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। জামশেদপুরে বাকি সব ম্যাচ আয়োজন করা হতে পারে।