
Truth Of Bengal: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। আইসিসি পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জট কাটল বলেই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। তবে শুধু এবারই নয়, ২০২৭ সাল অবধি নাকি হাইব্রিড মডেল মেনেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
প্রসঙ্গত, ভারত আইসিসি এবং পিসিবির কাছে দাবি জানিয়েছিল যে নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না। তার বদলে ভারতের ম্যাচগুলি হাইব্রিড মডেল মেনে দেওয়া হোক। কিন্তু বিসিসিআই-এর এই দাবি প্রথমে পিসিবি মানতে চায়নি। তার ফলেই জল গড়ায় বহু দূর।
অবশেষে গত বৃহস্পতিবার আইসিসির বৈঠকে এই নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি বলেই জানা গিয়েছে। এর বদলে চ্যাম্পিয়ন্স ট্রফি চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে ৭ ডিসেম্বর।
কিন্তু বিশেষ সূত্রের খবর, ভারতের দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব প্রায় সব দেশের প্রতিনিধিরাই মেনে নিয়েছেন। তার ফলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সব ম্যাচ দুবাইতে খেলবে। এর ফলে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের পাশাপাশি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমির শাহিতে।
তবে সূত্রের খবর, পাকিস্তান বিসিসিআই-র হাইব্রিড মডেলের দাবি পাকিস্তান মেনে নিয়েছে ঠিক কথাই, তবে ভারতে অনুষ্ঠিত আইসিসির সমস্ত টুর্নামেন্টে পাকিস্তানও খেলবে হাইব্রিড মডেল মেনেই। শোনা যাচ্ছে পিসিবির এই প্রস্তাবে নাকি অনুমতি মিলেছে বিসিসিআই-র।