সৈয়দ মুস্তাক আলিতে জয় অব্যাহত বাংলার

Truth Of Bengal: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলার জয় অব্যাহত থাকল। আগের ম্যাচে বিহারকে হারানোর পর বৃহস্পতিবার লক্ষ্মীরতনের দল হারাল গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থানকে।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থানের সংগ্রহ ১৫৩ রান। বিহারের বিপক্ষে মাত্র একটি উইকেট নিয়ে ক্ষান্ত থাকলেও রাজস্থানের বিপক্ষে বল হাতে ফের জ্বলে উঠলেন মহম্মদ শামি।
বৃহস্পতিবার ৪ ওভার হাত ঘুরিয়ে বাংলার এই পেসার ঝুলিতে পুরলেন তিনটি উইকেট। শামিকে যোগ্য সহায়তা করলেন মহম্মদ শাহবাজ ও সায়ন ঘোষ। এই দুই বোলারই ঝুলিতে পোড়েন দুটি করে উইকেট। রাজস্থানের হয়ে সর্বাধিক ৪৬ রান করেন কার্তিক শর্মা। অধিনায়ক মহিপালের ব্যাট থেকে আসে ৪৫ রান। মূলত এই দুইজনের ব্যাটিংয়ের জেরেই মরু রাজ্যের দলটি ১৫৪ রানের টার্গেট খাড়া করে বাংলার সামনে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলার শুরুটা খুব একটা ভাল হয়নি। আগের ম্যাচে রান পাওয়া করণলাল এই ম্যাচে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন। তবে রাজস্থানের বিপক্ষে বিহার ম্যাচের রান না পাওয়ার জ্বালা মিটিয়ে দিলেন অভিষেক পোড়েল। বাংলার ওপেনারের ব্যাট থেকে মূল্যবান ৭৮ রান। অর্ধ্বশতরান পূর্ণ করে অপরাজিত থাকলেন অধিনায়ক সুদীপ ঘরামিও। সুদীপের সঙ্গে জুটি বেঁধে নিজে ১৮ রান অপরাজিত থেকে ৭ উইকেটের বিনিময়ে বাংলার জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটসম্যান।