মেয়াদ শেষের পথে, তার আগেই এআইএফএফকে নির্বাচন করার নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court orders AIFF elections before term ends

Truth Of Bengal: অবশেষে সত্যি হল আশঙ্কা। মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বাধীন বর্তমান কমিটিকে অন্তর্বর্তীকালীন কমিটি হিসেবেই ধরা হবে, যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গড়া না হচ্ছে। তবে কবে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন তা এখন স্পষ্ট নয়।
বলা বাহুল্য, দীর্ঘ দিন ধরে সুপ্রিম কোর্টে ফেডারেশনের সংবিধান নিয়ে চলছিল মামলা। শুনানির সময় , মহামান্য বিচারপতি পি এস নরসিমা এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় নির্বাচনের জন্য নতুন সংবিধান যতদিন না তৈরি হচ্ছে ততদিন ফেডারেশনের কল্যাণ চৌবের কমিটি কাজ করবে অন্তর্বর্তী কমিটি হিসাবে।
এরফলে তারা ফেডারেশনে কোনও বড় সিদ্ধান্ত বা চুক্তি করতে পারবে না। আর তাতেই সবথেকে বেশি বিপাকে পড়বে আইএসএল সংগঠক এফএসডিএল। সামনের মরসুমে এফএসডিএল কোন শর্তে আইএসএল চালাবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই এফএসডিএলের সঙ্গে বেশ কয়েকটি মিটিংও হয়েছে ফেডারেশন কর্তাদের। সেখানেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাইচুং ভুটিয়া। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, যেহেতু সংবিধান তৈরি হয়নি, তাই এই কমিটির অধিকার নেই এফএসডিএলের সঙ্গে সরকারিভাবে মিটিং করার। এরপরেই ফেডারেশনের নির্বাচন নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০২২ সালে প্রেসিডেন্ট কল্যাণ চৌবের নেতৃত্বে কমিটি ভোটে জিতে ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন। ২০২৬ সালে এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে কল্যাণের মেয়াদ হয়তো তারআগেই শেষ হয়ে যেতে পারে। একথায় বলা যায়, সংবিধান তৈরি করে নির্বাচনের দিকেই এগোচ্ছে পুরো প্রক্রিয়া। সেইসঙ্গে বিপন্ন হয়ে পড়ল বর্তমান কমিটির অস্তিত্ব। আর তাতেই কার্যত চাপে পড়ল কল্যাণ চৌবের।