আইপিএল শুরুর আগে পদত্যাগ করলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ ডেল স্টেন
Sunrisers Hyderabad bowling coach Dale Steyn resigned before the start of IPL

The Truth Of Bengal: আইপিএল শুরু হতে আর কয়েকটা দিনের অপেক্ষা, সব দল যখন প্রস্তুতি নিতে শুরু করেছে তখন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ ডেল স্টেন দায়িত্ব ছাড়লেন। সানরাইজার্স হায়দ্রাবাদের পারফরম্যান্স খুব ভালো নয় গত কয়েকটা বছর ধরে । সেকারণে তাকে সরিয়ে দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে । যদিও এ বিষয়ে ডেল স্টেন কিছুই বলেননি । দীর্ঘদিনের খেলোয়াড় ডেল স্টেন ২০২২ সালের পর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ তরফে বোলিং কোচের দায়িত্ব সামাল দিচ্ছিলেন। হঠাৎ করে তার সরে যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞরা । আর কদিন পরই শুরু হবে আইপিএল টুর্নামেন্ট তার আগে তার এই সরে যাওয়ায় বেশ ভালো রকম প্রভাব পড়বে বলে মনে করছে সমর্থকেরা । তবে এই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে ।
ঘুরে দাঁড়াতে মরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদএর এই পরিবর্তন করা দরকার ছিল বলেই জানা গিয়েছে। দলের ভালো পারফর্মেন্স এবং সাফল্য পাওয়ার জন্যই এই পরিবর্তন যা ফলপ্রসু হবে বলেই মণে করা হচ্ছে। এ বিষয়ে জানা গিয়েছে , ডেল স্টেন এবার আইপিএল এর দায়িত্বে থেকে ছুটি চেয়েছেন। যা তিনি পেয়েছেন । সানরাইজার্স হায়দরাবাদ এবার তাদের সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হয়ে।
ক্রিকেটের নন্দনকাননে এ বারের আইপিএল সফর শুরু করবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। পুরনো ব্যর্থতাকে ভুলে এবার দলকে আরো পুনর্জীবিত করার জন্য দায়িত্ব দেওয়া হলো জেমস ফ্র্যাঙ্কলিনকে।
FREE ACCESS