রবিবার ঘোষণা হল এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরুর দিন
Sunday announced as the start date for Asia's oldest tournament, the Durand Cup

Truth Of Bengal: রবিবার ঘোষণা হল ডুরান্ড চলতি বছরের এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের সূচি। এবারের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ২২ জুলাই থেকে। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট। ২০২৫ সালে ডুরান্ড কাপ পদাপর্ণ করবে ১৩৪তম বছরে। এবারে এই টুর্নামেন্টের ম্যাচ কলকাতা শহরের পাশাপাশি আসামের কোকরাঝোড়, জামশেদপুর, রাঁচি এবং শিলংয়ের পাশাপাশি মণিপুরের রাজধানী ইম্ফলেও অনুষ্ঠিত হবে।
যে যে স্টেডিয়ামগুলিতে এবারের ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে সেগুলি হল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন। ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম, রাঁচির মোরহাবাদী স্টেডিয়াম, জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, শিলংওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং কোঝিকোড়ের সাই স্টেডিয়াম।
উল্লেখ্য, ১৮৮৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৯৪০ সাল থেকে শুরু হয় দিল্লিতে। ২০১৬ সাল অবধি ভারতের রাজধানীতেই অনুষ্ঠিত হত এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টটি। এরপর ২০১৯ সালে পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডুরান্ড কাপ পরিচালিত হওয়ায়, তার প্রধান ভেন্যুই হয়ে ওঠে কলকাতা। গতবার এই ট্রফি প্রথমবারের মতো জয় করেছিল নর্থ-ইস্ট ইউনাইটেড। এবং রানার্সআপ হয় মোহনবাগান সুপার জায়ান্ট।