জাতীয় দলের জার্সিতে ভবিষ্যতে নিজেদেরকে মেলে ধরতে চান সুহেল, ঋত্বিক, নিখিলরা
Suhel, Ritwik, Nikhil want to compete more in the national team jersey in the future

Truth Of Bengal: প্রতিটি খেলোয়াড়ই স্বপ্ন দেখেন শুধু ক্লাব ফুটবল নয়, দেশের জার্সিতেও নিজেদের মেলে ধরার। বর্তমানে ভারতীয় ফুটবলের উদীয়মান তরুণ ফুটবলার সুহেল ভাট, ঋত্বিক তিওয়ারি ও নিখিল প্রভুরা তার ব্যতিক্রম নন। বর্তমানে এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলবে ভারত। তারই প্রস্তুতিতে এখন ব্যস্ত মানালোর দল। আর সেই দলে রয়েছেন ওই তিন ফুটবলার।
মানালোর এই দলে সবচেয়ে কমবয়সী ফুটবলার হলেন জম্মু ও কাশ্মীরের তরুণ ফুটবলার সুহেল। এবারই প্রথম জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছন তরুণ সুহেল। বহুদিন বাদে ফের জম্মু-কাশ্মীর থেকে একজন ফুটবলার ডাক পেলেন জাতীয় শিবিরে। সেই সম্বন্ধে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সুহেল ভারতীয় ফুটবল সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘সিনিয়র দলের শিবিরে সুযোগ পাওয়াটা আমার কাছে ছিল স্বপ্নের মতো।
অনুর্ধ্ব-১৬, অনু্ধ্ব-১৯ এবং অনুর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়ে খেলার পর থেকেই স্বপ্ন দেখতাম কবে সিনিয়র জাতীয় দলের হয়ে খেলতে পারব। এখনও আমার সেই স্বপ্ন পুরোপুরি সফল হয়নি। সবেমাত্র কিছুটা পথ অতিক্রম করে প্রতীক্ষায় দিন গুণছি, কবে দেশের জার্সিতে মাঠে নামতে পারব সেই আশাতে। কেননা আমি এতদিন যে স্বপ্ন দেখেছি, তা শুধু আমার একার নয়, গোটা কাশ্মীরের স্বপ্ন। প্রত্যেককে মনে রাখতে হবে এখানে পৌঁছনো কিন্তু সহজ কাজ নয়। কঠোর পরিশ্রম করতে হয়। দেশের সমস্ত সেরা খেলোয়াড়দের সাহচার্য পেয়ে সত্যিই আমি ধন্য।’
সুহেল এরপর আরও জানান, ‘আমি এতদিন বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছি। কিন্তু সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা সম্পূর্ণ আলাদা। এখানে প্রত্যেকের মধ্যে কে প্রথম দলে সুযোগ পাবে তা নিয়ে দুরন্ত প্রতিযোগিতা হয়। এটা ভাল খেলার একটা বাড়তি তাগিদ সৃষ্টি করে।’
সুহেলের মতো জাতীয় শিবিরে ডাক পেয়ে অভিভূত আর এক তরুণ ফুটবলার নিখিল প্রভুও। সিনিয়র জাতীয় শিবিরে ডাক পাওয়ার পর নিখিল বলেন, ‘আমি যেদিন সিনিয়র জাতীয় দলের শিবিরে ডাক পেলাম, সেদিন আমি বিশ্বাসই করতে পারিনি। তখন মনে হচ্ছিল এত দিনের সমস্ত পরিশ্রম কিছুটা হলেও সফল হয়েছে। শিবিরে ডাক পেয়ে আমি একা আনন্দিত হইনি, আমার বাবা-মা প্রত্যেকেই খুব আনন্দিত হয়েছেন।’
সিনিয়র ফুটবলারদের সঙ্গে শিবিরের অভিজ্ঞতা জানাতে গিয়ে পঞ্জাব এফসির ফুটবলারটি বলেন, ‘এই শিবিরে এসে আমি অনেক কিছু শিখেছি। শুধু মাঠ নয়, মাঠের বাইরের শিক্ষাও পেয়েছি। যা আমার কাছে আগামি দিনে কাজে লাগবে।’
সুহেল, নিখিলের মতো আর এক তরুণ গোলরক্ষকও এই শিবিরে সুযোগ পেয়েছেন। তিনি হলেন এফসি গোয়ার তরুণ ফুটবলার ঋত্বিক তিওয়ারি। সিনিয়র জাতীয় দলের শিবির সুযোগ পাওয়ায় দারুণ খুশি ঋত্বিক। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঋত্বিক বলেন, ‘ক্যাম্পের পরিবেশ সত্যিই এক কথায় অসাধারণ। এই ধরনের পরিবেশ একজন তরুণ গোলরক্ষক হিসেবে আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে। আমার সিনিয়র গোলরক্ষক হিসেবে এই শিবিরে রয়েছেন বিশাল ভাই, অমরিন্দর ভাই এবং গুরমিত ভাইয়ের কাছ থেকে প্রতিদিন নিজের ভুলগুলি শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছি। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না।’
সুহেল, ঋত্বিক, নিখিলরা শুধু শিবিরে ডাক পাওয়া নয়, এখন স্বপ্ন দেখছেন মূল জাতীয় দলে সুযোগ পাওয়ার। এখন দেখা যাক সেই লক্ষ্য তাঁদের কবে সফল হয়, তা সময় হলেই জানা যাবে।