খেলা

বিশ্বকাপের আগে অষ্ট্রেলিয়া সিরিজ! চোট আতঙ্কে আতঙ্কিত টিম ইন্ডিয়া

Shreyas Iyer Injured Problem

The Truth of Bengal: এশিয়া কাপে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। তবে সামনেই বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের বাকি ম্যাচগুলি আছে, এরপরে আবার অস্ট্রেলিয়ায় সিরিজ রয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই সিরিজে। কিন্তু চোটপর্ব পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার।

এই মুহূর্তে চোট নিয়ে রিজার্ভে বসে রয়েছেন শ্রেয়স আইয়ার। গ্রুপ পর্বে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেললেও সুপার ফোরের প্রথম ম্যাচের আগে আচমকাই চোট পান তিনি। পরিবর্তে অবশ্য কেএল রাহুল নেমে শতরান করেন। এই ম্যাচ থেকেই কামব্যাক করেন রাহুল। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ের দল নির্বাচন হওয়ার কথা। সেই সিরিজ়ে শ্রেয়সকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতীয় দল সূত্রের খবর, শ্রেয়সের পিঠের কিছুটা অংশ শক্ত হয়ে রয়েছে। ফলে ফিল্ডিংয়ের সময় নড়াচড়া করতে অসুবিধা হতে পারে। তবে খুব গুরুতর চোট হিসাবে ধরা হচ্ছে না। শুক্রবার বাংলাদেশ ম্যাচের দিন বা রবিবার ফাইনালের আগেই অস্ট্রেলিয়া সিরিজ়‌ের দল ঘোষণা হতে পারে। বিশ্বকাপের প্রাথমিক দলের মধ্যে রয়েছেন শ্রেয়স।

Related Articles