খেলা

প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনে অভিযান শুরু সিনারের

Sinner begins French Open campaign by blowing away opponent in straight sets

Truth of Bengal: সোমবার চলতি বছরের ফরাসি ওপেনে টেনিস ব্যাট হাতে কোর্টে নেমেছিলেন জানিক সিনার। এবং প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ফরাসি প্রতিপক্ষ রিন্ডারকনেককে স্ট্রেট সেটে পরাজিত করেন গতবারের ইউএস ওপেনজয়ী। খেলার ফল ৬-৪, ৬-৩, ৭-৫।

সম্প্রতি সিনার তিন মাসের ডোপ টেস্টের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে। সেই হিসেবে দেখতে গেলে গত অস্ট্রেলিয়া ওপেনের পর এটাই সিনারের প্রথম ম্যাচ। নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরেই সিনার ২ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হাসিল করে নেন। উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের সুবিধা আদায় করে সিনারের ওপর চাপ সৃষ্টি করেছিলেন রিন্ডারকনেচ। অবশ্য সেই চাপ সামলে ম্যাচে ফিরতে সিনার বেশি সময় নেননি। তারপর আর সিনারের সামনে সেইভাবে কোনও লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি রিন্ডারনেকের।

এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও সিনারকে মুখোমুখি হতে হবে ফরাসি টেনিস তারকা আইকন রিচার্ড গ্যাসকেটের বিপক্ষে। যিনি এই মুহূর্তে বিশ্ব টেনিস ক্রমতালিকায় রয়েছেন ১৬০ নম্বর স্থানে। প্রসঙ্গত, গ্যাসকেট এক সময় বিশ্ব ক্রম তালিকায় অষ্টম স্থানে থাকলেও, এখন তিনি আর সেইভাবে ছন্দে নেই। কিন্তু সিনারকে গ্যাসকেটের চাপ যতটা না সামলাতে হবে তার থেকে বেশি দর্শকদের চাপ সামলাতে হবে। এখন দেখার সিনার প্রথম ম্যাচের মত সেই চাপ সামলে ফরাসি ওপেনে কতদূর এগোতে পারেন সেটা সময়ই বলবে।

Related Articles