খেলা

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ধারাবাহিকতা বজায় রাখলেন শুভমন-শ্রেয়স, রান পেলেন বিরাট-ও

Shubman-Shreyas maintained consistency at home against England, Virat also got runs

Truth Of Bengal : চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আগের দুটি একদিনের ম্যাচে ধারাবাহিকতা দেখিয়েছিলেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। বুধবার তৃতীয় তথা শেষ ম্যাচেও সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন ভারতীয় ব্যাটিং লাইন-আপের তরুণ জুটি।

তিন ম্যাচের আগের দুটিতে জয় পেয়ে ভারত ইতিমধ্যেই সিরিজ পকেটে পুড়ে নিয়েছে। বুধবার আহমেদাবাদের ম্যাচ ছিল তাই নেহাতই নিয়মরক্ষার। তবুও এই ম্যাচে দূরন্ত ছন্দে ব্যাট করলেন শুভমন ও শ্রেয়স। রোহিত ১ রানে ফিরে যেতেই দলের হাল ধরেন শুভমন ও বিরাট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রান করার পর আর কোনও রান ছিল না বিরাটের ব্যাটে। বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই রানের খড়া থেকে মুক্তি পেলেন কিং কোহলি। ৫৫ বলে ৫২ রানের একটি ইনিংস উপহার দিলেন তিনি।

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে শুভমনের ছন্দে ফেরা অবশ্যই ভারতীয় ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করবে। কেননা ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পঞ্জাব তনয়। তার আগে অবশ্য একই বছরে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন করেন শুভমন। অজিদের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পর মাঝের দিনগুলিতে সেঞ্চুরিহীনভাবেই কাটাতে হয়েছিল তাঁকে। এমনকি সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিলেন শুভমন। অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে ছন্দে ফিরলেন তিনি। ১০২ বলে ১১২ রানের ইনিংস উপহার দিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও তিনটি ছয়।  অর্থ্যাৎ একই মাঠে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন পঞ্জাব ব্যাটার। এই তালিকায় শুভমনের আগে রয়েছেন ফাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কুইন্টন ডিকক। ডুপ্লেসি এই নজির গড়েছিলেন জোহেনসবার্গে, ওয়ার্নার গড়েন অ্যাডিলেডে, বাবর করেন করাচির ন্যাশানাল স্টেডিয়ামে এবং ডিকক করেছিলেন সেঞ্চুরিয়ান পার্কে।

শুধু শুভমনই নন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতকে ব্যাটিংয়ে স্বস্তি যোগাবে প্রাক্তন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্মও। শুভমনের মতো শ্রেয়সও ধারাবাহিকভাবে ভাল খেলেছেন বাটলারদের বিরুদ্ধে। প্রথম ম্যাচে ৫৯ রানের পর দ্বিতীয় ম্যাচে ৪৪ এবং বুধবারও করলেন ৭৮ রান।

এই সিরিজে ধারাবাহিক ভাল খেলার পুরস্কার পেলেন ভারতের তরুণ ব্যাটার শুভমন। আইসিসির তালিকায় দু নম্বরে উঠে এলেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন পাক ব্যাটার বাবর আজম। তবে শেষ একদিনের ম্যাচে রান পেলেও তালিকায় দুই ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শতরান করলেও তালিকায় এক ধাপ নেমে তৃতীয় স্থানে চলে গিয়েছেন রোহিত শর্মা। এই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন হ্যারি টেক্টর ও এনরিচ ক্লাসেন।

Related Articles