
Truth Of Bengal : শিল্টন পাল টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছে। তারপর ২০০৬ সালে আই-লিগ ক্লাব মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ হন। তিনি এএফসি কাপে সিনিয়র দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে সুযোগ পান। তাঁর অভিষেকের পর থেকে, শিল্টন প্রতি বছর মোহনবাগান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাকে ২০১৪ সালে মোহনবাগানের অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছিল এবং ২০১৪-১৫ সালে আই-লিগে তাঁর অধিনায়কত্বে জয়ী হয়েছিল মোহনবাগান। ২০১৪ সালে চেন্নাইয়েন এফসির হয়ে আইএসএল অভিষেক করেন।
পরে তিনি কেরালা ব্লাস্টার্স, অ্যাটলেটিকো ডি কলকাতা, ভবানীপুর এফসি, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন। মোহনবাগানের হয়ে ২৫৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ভারতের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন তিনি। অবশেষে তিনি রেনবো এফসির হয়ে সিএফএল খেলছিলেন।শিল্টন পাল নিজের সামাজিক মাধ্যম থেকে পোস্ট করে অবসরের কথা জানান। নিজের কেরিয়ারের অনেকটা সময়ই সবুজ-মেরুন জার্সিতে কাটিয়েছেন তিনি। এমনকি তিনি হয়ে উঠেছিলেন মোহনবাগানিদের ঘরের ছেলে।