খেলা

এখনো পুরোপুরি ফিট নন শামি, চোট সারাতে লন্ডন যাচ্ছেন খেলোয়াড়

Shami is still not fully fit, the player is going to London to heal the injury

The truth of Bengal : বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে রাখা হয়নি। পরের টেস্টে ফিরবেন ভাবা হয়েছিল। চোট  থাকার কারণে তিনি বিশ্বকাপ খেলার পরে ২২ গজ থেকে দূরে ছিলেন। তবে কয়েকদিন আগে শুরু করেছিলেন প্র্যাকটিস। জানা যাচ্ছে শামির চোট এতটাই রয়েছে যে তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে তো পাওয়া যাবেই না উপরন্তু আইপিএলেও ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

শামি হয়তো যাবেন লন্ডনে, চিকিৎসকদের পরামর্শ নিতে। এর মাঝেই নেটে প্র্যাকটিস শুরু করেছিলেন শামি ভেবেছিলেন খুব শীঘ্রই হয়তো ফিরতে পারবেন। চোট খানিকটা সেরে ওঠার পর বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাবও  শুরু করেছিলেন তিনি। তবে বোর্ড তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ।  সে কারণে তাকে ইংল্যান্ডের বিপক্ষে তো নয়্ই আইপিএলেও ঝুঁকি নিয়ে নামাতে চায় না ।

এর আগে  আফগানিস্তানের বিপক্ষে তাকে পাওয়া যায়নি।  কদিন আগেই  উত্তরপ্রদেশের খামারবাড়িতে তিনি যে নেট প্র্যাকটিস করছেন সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। সঙ্গে তিনি লিখেছেন কঠিন পরিশ্রমই সবকিছু ফিরিয়ে দেয়। এই লেখা এবং ভিডিও মন কেড়েছে নেট নাগরিকদের। কবে পাওয়া যাবে তা বোর্ড স্পষ্ট করেনি শামি  নিজেও এ বিষয়ে কিছু জানাননি।

 

FREE ACCESS

Related Articles