
The Truth Of Bengal : ফের বিতর্কে নাম জড়ালো সাকিব আল হাসানের। ম্যাচের আগে এক সমর্থক তার সঙ্গে সেলফি তুলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে বার করে দেন তিনি। এর আগে ভোট প্রচারে গিয়ে সমর্থকদের মারধরের ঘটনা ঘটিয়েছেন তিনি। খেলার মাঠে আম্পায়ারের উপর রাগ দেখিয়ে উইকেটে লাথি মারার মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি। এবার সমর্থকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন সাকিব। ভাইরাল হয়েছে ঘটনার সেই মুহূর্ত।
ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব মাঠে দাঁড়িয়ে রয়েছে আলোচনা সারছেন কোচের সঙ্গে। সেই সময় তার কাছে আসে এক সমর্থক, সে সময় মেজাজ হারান সাকিব আল হাসান। ওই সমর্থককে চড় মারতে উদ্যত হন তিনি, ঘাড় ধরে তাকে সরিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক। বৃষ্টির কারণে প্রাইম ব্যাংক ও শেখ জামাল ম্যাচের কিছুটা দেরিতে শুরু হয়। সেই সময় দুই কোচের সঙ্গে কথা বলছিলেন সাকিব ব্যাটিং ও বোলিংয়ের ভুলত্রুটি নিয়ে আলোচনা করছিলেন তিনি।
সেই সময় সমর্থকের এই আচরণে মেজা ছাড়ান সাকিব আল হাসান। এ ঘটনা সামনে আসার পরই দু ভাগ হয়ে গেছে সাকিব সামর্থকেরা। কেউ শাকিবের পক্ষে কথা বলছেন কেউ আবার বিপক্ষে। সমর্থকের মাঠে প্রবেশ নিয়ে খেলোয়াড় ও কোচদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।