সন্তোষের সেমিফাইনালে পৌঁছনোর কৃতিত্ব ছেলেদেরই : সঞ্জয়
Santosh's achievement of reaching the semi-finals belongs to the boys: Sanjay

Truth Of Bengal: তিনি বরাবরই কম এবং স্পষ্ট কথার মানুষ। কথার থেকে কাজেই বেশি বিশ্বাস করেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন সঞ্জয় সেন। চলতি বছরের সন্তোষ ট্রফিতে বাংলার সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্ব তাঁর কাঁধেই দিয়েছেন আইএফএ কর্তারা। সেই গুরু দায়িত্ব নিয়েই সন্তোষ ট্রফির মত সর্বভারতীয় টুর্নামেন্টে একের পর ম্যাচে সাফল্য দিয়ে বাংলাকে পৌঁছে দিয়েছেন শেষ চারে। গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইমালে ওড়িশার কাছে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বাংলা দল।
শুক্রবার বাংলার কোচের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সঞ্জয় সেন জানান, এখনও বহু পথ বাকি আছে। এই টুর্নামেন্টে ট্রফি জয় করাই আমার একমাত্র লক্ষ্য। সেইমত ছেলেদের বলেছি, নিজেদের সেরা খেলাটা খেলো। ম্যাচ বাই ম্যাচ ধরে ছেলেরা যেভাবে খেলে দলকে এই অবধি নিয়ে এসেছে, তার কৃতিত্ব আমার নয়। কৃতিত্ব দলের ফুটবলারদের। যাঁরা মাঠে নেমে নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে বাংলাকে সন্তোষের শেষ চারে পৌঁছে দিয়েছে। তিনি আরও বলেন, লক্ষ্য স্থির রেখেই এবার কঠিন লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে ছেলেরা। কেননা মাথায় রাখতে হবে ব্যর্থ হলে কেউ মনে রাখবে না। কাজেই নিজেদের ফোকাস ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেই জানালেন সঞ্জয়।
বাংলার কোচ আরও বলেন, সেমিফাইনাল আরও কঠিন লড়াই। তবে তাঁর দল এই লড়াইয়ে মাঠে নেমে সর্বত্র উজাড় করে দিয়ে বাংলাকে ফাইনালে তোলার আপ্রাণ চেষ্টা করবে বলেই আশাবাদী বাংলার কোচ।