
Truth Of Bengal: আসন্ন পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা খেলবেন কি না তা নিয়ে জোড় জল্পনা চলছে ক্রিকেট মহলে। এমনকি সেই বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছে ক্রিকেটারদের মধ্যেও। কেননা, রোহিতের স্ত্রী এখন সন্তান সম্ভবা। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁর স্ত্রী।
এমনটাই খবর সংবাদ মাধ্যম সূত্রে। এই অবস্থায় স্ত্রীর পাশে থাকার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু রোহিতের এই আবেদন নিয়ে অনেকেই রোহিতের বিরোধিতা করেছেন। তালিকায় ছিলেন সুনীল গাভাসকারের মতো প্রাক্তন ক্রিকেটাররাও।
এবার রোহিতের সমর্থনে আসরে নামলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। গাভাসকরের মন্তব্যের বিরোধিতা করে ফিঞ্চ সোশ্যাল মিডিয়ায় লেখেন, পার্থের টেস্টের সময়ই রোহিতের পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে বলে আমি শুনেছি। যদি সত্যিই তা হয়, তাহলে আমার মনে হয়, বিশেষ এই সময়ে অবশ্যই ওঁর স্ত্রীর পাশে থাকা উচিত। এতে এতো সমালোচনার কিছু আছে বলে আমার মনে হয় না।