মহানদীর পাড়েও এগিয়ে চলেছে পাল-তোলা নৌকা
Sailboats are also moving forward on the banks of the Mahanadi River.

Truth Of Bengal: কথায় আছে ভাগ্য যখন সঙ্গে থাকে, তখন প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচে জয় আসবেই। মোহনবাগানের ক্ষেত্রে এই কথাটাই এখন প্রযোজ্য। সদ্য আইএসএল-র ডবল খেতাব জয় করেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার লক্ষ্য কলিঙ্গ সুপার কাপ। সিনিয়র দলের থেকে নিয়মিত তিন জন ফুটবলার ও রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে শনিবার সুপার কাপে তাদের অভিযান মোহনবাগান। দলের প্রশিক্ষকের দায়িত্ব বাস্তব রায়।
আগের ম্যাচে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে কি হবে যে দলই খেলুক না কেন মোহনবাগান এখন অশ্বমেদের ঘোড়া। সামনে যেই পড়ছে তাঁকেই বধ করে দিচ্ছে বাগান ব্রিগেড। শনিবারও তার ব্যতিক্রম হল না। কোয়ার্টার ফাইনালে কেরলকে ২-১ গোলে হারিয়ে দিল গোষ্ঠপাল সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি। বাগানের হয়ে গোল করলেন সাহাল আব্দুল সামাদ ও সুহেল ভাট। ম্যাচে আগোগাড়া হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে বাস্তব রায়ের দল। এবার পালা সেমিফাইনালে। দেখা যাক শেষ চারের লড়াইয়ে মোহনবাগান তাদের প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি জয় করতে পারে কি না তা সময়ই বলবে।