
The Truth Of Bengal: তিনি কারো কাছে ভগবান আবার কারো কাছে মাস্টার ব্লাস্টার । তিনি সচিন তেন্ডুলকর । গোটা দেশ জুড়ে রয়েছে তার ভক্ত । তার মর্মে মজ্জায় , রক্তে ক্রিকেট থাকলেও তিনি টেনিসের বড় ভক্ত। সে কারণেই উইম্বলডন ম্যাচের ষষ্ঠ দিনে খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন । উইম্বলডনে এদিন মুখোমুখি হয়েছিলেন ক্যামেরন নরি আর আলেজান্ডার জেরেভে । সেখানেই সচিন উপস্থিত ছিলেন ।
তার ব্যাপ্তি যে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে তার প্রমাণ এদিন মিলল । তিনি পেলেন অনন্য সম্মান । হয়তো এর জন্য প্রস্তুত ছিলেন না তিনি । এদিন হঠাৎ অ্যাঙ্কার ঘোষণা করেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ক্রীড়া জগতের একজন কিংবদন্ত। ক্রিকেটের ইতিহাসে যার দাপট রয়েছে , জিনি ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক।
তারপরেই ঘোষণা হয় – তিনি সচিন তেন্ডুলকর । আয়োজকদের তরফ থেকে বলা হয় , সেন্টার কোর্টে আপনাকে স্বাগত জানাতে পেরে খুব ভালো লাগছে। আর সেই মুহূর্তে সচিনের সম্মানের জন্য এলইডি স্ক্রিনে চলতে থাকে একটি ভিডিও। ভিডিওটা যদিও ২০১১ সালে বিশ্বকাপ জয়ের মুহূর্ত। ট্রফি নিয়ে সচিনদের উন্মাদনা উচ্ছ্বাস বাঁধ ভাঙছে সেই মুহূর্তটাকে তুলে ধরা হয়। গ্যালারিতে শুধুমাত্র শচীন একা ছিলেন না। উপস্থিত ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস, জস বাটলার, জো রুট। চাঁদের হাটের মধ্যে কোথাও যেন সমস্ত আলো এসে পড়ল মাস্টার ব্লাস্টারের উপর। সবকিছু ছাপিয়ে তিনিই যেন এই দিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। হাসিমুখে সেই অভ্যর্থনা গ্রহণ করেন সচিন।