
Truth Of Bengal: টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া নজির গড়লেন ইংল্যান্ড ক্রিকেটার জো রুট। বর্তমানে দ্রুততম ১৩ হাজার রানের মালিক এখন তিনি। এই নজির গড়ে রুট পিছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিস সহ দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কেও।
এই রেকর্ড গড়ার পাশাপাশি রুট আরও একটি নজির গড়লেন বৃহস্পতিবার। সেটা হল দ্রুততম ১৩ হাজার রানের পাশাপাশি রুট ১৩ হাজার রানের ঘরে পৌঁছতে সময় নিলেন সবচেয়ে বেশি। ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ হাজার রান করলেন রুট।
১৩ হাজার রান করতে রুট খেলেছেন ২৭৯ রানের ইনিংস। সেখানে প্রাক্তন ভারতীয় ব্যাটার রাহুল দ্রাবিড় খেলেছিলেন ২৭৭টি ইনিংস। এছাড়া প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং খেলেছিলেন ২৭৫টি ইনিংস। এবং শচীন খেলেছিলেন ২৬৬টি ইনিংস। সেই হিসেবে দেখতে গেলে শচীন-ই সবচেয়ে দ্রুততম ব্যাটার হিসেবে এই ১৩ হাজার রান করেছিলেন।
টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করতে রুটের দরকার ছিল আর মাত্র ২৮ রান। যা বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনেই করে ফেলেন তিনি। যদিও ১৩ হাজার রান পূর্ণ করে নজির গড়লেন রুট কিন্তু বেশি রান করতে পারেননি। মাত্র ৩৪ রানেই তাঁকে ফিরতে হয় প্যাভেলিয়নে।