খেলা

দুর্ঘটনার কবলে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতলেন রোনাল্ডোরা

Ronaldo won the match despite the accident

Truth Of Bengal: মঙ্গলবার সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল নাসের মুখোমুখি হয়েছিল আল ওহেদার। পয়েন্ট টেবিলে আবার নিজেদের ওপরের দিকে তুলে আনতে এই ম্যাচটাতে জয় অবশ্যই দরকার ছিল সিআর সেভেনদের। ম্যাচে জয় এল। কিন্তু তার আগে যে ঘটনার সম্মুখীন হতে হয়েছিল রোনাল্ডাদের তা শুনলে আঁতকেই উঠবেন সকলে।

মক্কার ক্লাব আল ওহেদার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার সময় যখন আল-নাসেরের টিম বাস স্টেডিয়ামের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন রোনাল্ডো, সাদিও মানেরা। অল্পের জন্য আল নাসেরের ফুটবলাররা রক্ষা পেলেও বাসটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং দুর্ঘটনায় পর রোনাল্ডোদের টিম বাসের ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে দুর্ঘটনার জন্যই নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে ম্যাচ।

মাঠে নামার আগে দুর্ঘটনার সম্মুখীন হলেও ম্যাচে জয় পেতে কোনও অসুবিধা হল না আল নাসেরের। ম্যাচের ৪৮ মিনিটে দুরন্ত হেডে সৌদির ক্লাবটিকে এগিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। এরপর অতিরিক্ত সময়ে ফের আল নাসেরের হয়ে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে দেন সাদিও মানে।

ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই নিজের ক্যারিয়ারের ৯২৫তম গোলটি করে ফেললেন সিআর সেভেন। আর সৌদি প্রো লিগে এই মরসুমে রোনাল্ডোর মোট গোলসংখ্যা হল ১৭টি। সিআর সেভেন ছাপিয়ে গেলেন আল ইত্তিহাদের ফরাসি মিডিও করিম বেঞ্জেমাকে। বেঞ্জেমার দখল রয়েছে ১৬টি গোল।

Related Articles