খেলা

বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় রোনালদো! কোন স্থানে কোন ব্যক্তি রয়েছে জানুন

Ronaldo in the world's richest man! Know which person is in which location

The Truth Of Bengal :  বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগীজ তারকা। এই তালিকায় তিনে অবস্থান করছেন লিওনেল মেসি।৩৯ বছর বয়সী রোনালদো গত ১২ মাসে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার। আল নাসরে যোগ দেওয়ার আগে বছরে তার আয় ছিল ১৩৬ মিলিয়ন ডলার। সেটা বেড়ে হয়েছে ২৬০ মিলিয়ন। অন্যদিকে রাহম গত ১২ মাসে আয় করেছেন ২১৮ মিলিয়ন ডলার। তিনে থাকা মেসি গত ১২ মাসে আয় করেছেন রোনালদোর প্রায় অর্ধেক ১৩৫ মিলিয়ন ডলার। তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার দ্য সিলভা জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপ্পে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে।

১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে।মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ১২৮ মিলিয়ন ডলার আয় করে আছেন চতুর্থ স্থানে। আরেক বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস ১১১ মিলিয়ন নিয়ে আছেন পঞ্চম স্থানে। বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

Related Articles