
Truth Of Bengal: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-র ম্যাচে গত সোমবার আল নাসের মুখোমুখি হয়েছিল আল গারাফা-র বিপক্ষে। সেই ম্যাচেও ক্লাবের জার্সিতে জোড়া গোল করলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে কাতারের ক্লাবটির বিপক্ষে সৌদির ক্লাব আল নাসের জয় ছিনিয়ে নিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
ম্যাচে জয় পেলেও আল নাসেরকে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছিল ৪৫ মিনিট অবধি। ৪৬ মিনিটে সৌদির ক্লাবটিকে প্রথম এগিয়ে দেন সিআর সেভেন। প্রথম গোলের মিনিট ২০ বাদেই আবার স্কোরশিটে নাম তোলেন পর্তুগিজ তারকা। তবে রোনাল্ডোর দ্বিতীয় গোলের মাঝে ৫৮ মিনিটে আল নাসেরের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাঞ্জেলো গ্রাবিয়েল। এই ম্যাচে জোড়া গোল করার সঙ্গে সঙ্গেই রোনাল্ডোর মোট গোলসংখ্যা হল ৯১৩টি।
এরপর ৭৫ মিনিটে ব্যবধান কমায় কাতারের ক্লাবটি। তাদের হয়ে গোল করেন জেসেলু। ম্যাচের অন্তিম লগ্নে এসে গারফার ফুটবলার সানো লাল কার্ডে দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় শেষ কয়েক মিনিট কাতারের ক্লাবটিকে ১০ জনে খেলতে হয়। তবুও প্রতিপক্ষকে ১০ জনে পেয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি আল নাসের।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মলেন রোনাল্ডো জানান, এই ম্যাচে জয় গোটা দলের জয়। দলগতভাবে সকলে ভাল পারফরম্যান্স করার ফলেই ম্যাচে জয় এসেছে। এবং সব শেষে এই জয়কে তিনি ক্লাবের সমর্থকদের জন্য উৎসর্গ করলেন বলেও জানান সিআর সেভেন। ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলে আল হিলালকে সরিয়ে দুই নম্বরে উঠে এলেন রোনাল্ডোরা। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।