বিদায় বেলায় স্মরণে রোহিত-বিরাট, আবেগঘন দ্রাবিড়ের দরাজ সার্টিফিকেট
Rohit-Virat, emotional Dravid drawer certificates at farewell

The Truth Of Bengal : বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে দ্রাবিড়ের। বিসিসিআই এর তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে রাহুল দ্রাবিড় ভীষণ আবেগঘন হয়ে পড়েছেন । সেই ভিডিওতে দ্রাবিড় উল্লেখ করেছেন রোহিত ও বিরাটের প্রসঙ্গে।
টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার সঙ্গে যাত্রা শেষ করেছেন রাহুল দ্রাবিড়। ভারতের বিদায়ী কোচ রাহুল দ্রাবিড় রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে যেভাবে কাজ করেছেন তা মনে রাখবেন বলেই উল্লেখ করেছেন।
বিসিসিআই এর তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে , যেখানে রাহুল দ্রাবিড় ভীষণ আবেগঘন হয়ে পড়েছিলেন । রাহুল দ্রাবিড়ের এই যে যাত্রা পথ সেই যাত্রা পথে তিনি যা যা দেখেছেন তা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন ভারতীয় অধিনায়ক কে নেতা হিসেবে এবং একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে দেখেছেন তিনি।। দলের প্রতি তার যে প্রতিশ্রুতি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন রোহিত। ভারত অধিনায়কের বিষয়ে তিনি বলেছেন , রোহিত শর্মার সঙ্গে কাজ করা সব সময় তিনি ভীষণ উপভোগ করেছেন। গত ১০/১১ বছর ধরে খেলোয়ার এবং একজন নেতা হিসেবে তার উন্নতির পথে সাক্ষী থাকলেন দ্রাবিড় । রোহিতের প্রতি তার শ্রদ্ধা বেড়েছে বহুগুণ। শুধুমাত্র ভারত অধিনায়ক সম্পর্কে নয়, বিরাট কোহলির সম্বন্ধে বলতে গিয়েও তিনি যথেষ্ট আবেগঘন হয়ে পড়েছিলেন। ২০২৩ সালে বিশ্বকাপে ভারত যখন হেরে যায় তখনই বিসিসিআই এর সঙ্গে চুক্তি শেষ করে বেরিয়ে আসতে চেয়েছিলেন দ্রাবিড় । কিন্তু বোর্ড তাকে যুক্তি নবীকরণ করার কথা বলে। অবশেষে চলতি বছরের জুন মাস পর্যন্ত তার বোর্ডের সঙ্গে চুক্তি ছিল , অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারও বিদায় নেওয়ার কথা ছিল । বিদায় নিয়েছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন অসংখ্য স্মৃতি। যা প্রতি মুহূর্তে মনে করছেন। দ্রাবিড় কোচ থাকাকালীন ২৪টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া যার মধ্যে ১৪ টি তে জয়লাভ করেছে ভারত।