খেলা

বেলাগাম গতিতে গাড়ি চালিয়ে বিপাকে রোহিত শর্মা! জরিমানা হল হিটম্যানের

Rohit Sharma reportedly received three traffic challans

The Truth of Bengal: ভারত-বাংলাদেশ ম্যাচের আগে আইনি বিপাকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। লাগামহীন গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানার করা হল তাঁকে। অভিযোগ, মুম্বই থেকে পুণেতে যাওয়ার সময়ে ২১৫ কিমি বেগে নিজের ল্যাম্বোরগিনি গাড়ি ছোটান রোহিত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ঋত্বিকা। সূত্রের খবর, একবার নয়, তিন-তিনবার নির্দিষ্ট গতির থেকে বেশিতে গাড়ির স্পিড তোলেন।

আর সেই কারণেই তার ওপর মোটা অঙ্কের জরিমানা হয় হিটম্যানের। জানা যাচ্ছে, ভারত-পাক ম্যাচের পরে বাড়ি ফিরেছিলেন রোহিত। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য পুণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখনই ঝড়ের গতিতে গাড়ি চালিয়েছিলেন তিনি।  ট্র্যাফিক বিভাগের এক কর্মী, যিনি সেই সময় কর্তব্যরত ছিলেন তিনি, ভারত অধিনায়কের এমন বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও গোটা দলের জন্য টিম বাস ছিল, কিন্তু রোহিত তাতে না গিয়ে গাড়িতে যান।

এদিকে, ঝষভ পন্থের ঘটনার পর রোহিতের এরকম বেপড়োয়া গাড়ি চালানো নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। যদিও রোহিতের ঠিক কত টাকা জরিমানা হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, হিটম্যান এখন এইসব বিষয় নিয়ে ভাবিত নয়, তাঁর এখন প্রধান বিপক্ষ দলগুলিকে হারিয়ে লক্ষ্য বিশ্বকাপ জয়।

Free Access

Related Articles