খেলা

দল বদল করেছেন না রোহিত

Rohit Sharma

The Truth of Bengal: আইপিএলের নিলাম এর আগে বেশ টানা পড়েন চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সে। হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্স  থেকে গিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তার কিছু দিনের মধ্যেই বড়সড় পরিবর্তন হয়েছে ।রোহিত শর্মা নন মুম্বাই ইন্ডিয়ান্স কে নেতৃত্ব দিতে দেখা যাবে  হার্দিক পান্ডিয়াকে। তবে রোহিত শর্মাকে তার পদ থেকে সরিয়ে যাওয়ার পর তিনি প্রকাশ্যে কিছু না বললেও খুশি নন বলেই জানা গেছে। আগামী আইপিএলে আগে তার বয়স হবে ৩৭ ছুঁইছুঁই।

২০২৪ এর কোটিপতি লীগের আগে রোহিত অবসর নিতে পারেন বলে খবর ছড়িয়েছে। এই বিষয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে যেমন কিছু বলা হয়নি রোহিত শর্মার তরফ থেকেও কিছু বলা হয়নি তবে জল্পনা চলছে। রোহিত সরে যাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সে আগুন জ্বলেছিল। এর আগে রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স  ২০১৩ , ২০১৫ ২০১৭‌,২০১৯ ও ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

তার জন্যেই মুম্বাই ইন্ডিয়ান্স সাফল্যের মুখ দেখেছিল। সেই জায়গায় এই পরিবর্তন তা কোনো ভাবেই মানতে পারছেন না সমর্থকেরা। হয়তো রোহিত তা মানতে পারেননি কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি, আইপিএল থেকে হয়তো সরে যাবেন রোহিত এমন জল্পনা চলছে। উল্লেখ্য রোহিত পদ থেকে সরে যাবার পর বিক্ষোভের আগুনে জ্বলতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি। দর্শকেরা যদিও  ভেবেছিলেন এই নেপথ্যে রয়েছে বড় সড় চক্রান্ত ।

Related Articles