খেলা

ব্যালন ডিঅর নিয়ে রোনাল্ডোর মন্তব্যে ক্ষুব্ধ রড্রি

Rodri angry with Ronaldo's comments about the Ballon d'Or

Truth Of Bengal : চলতি বছরের ব্যালন ডিঅর খেতাব জয় করেছেন স্পেন তথা ম্যাঞ্চেস্টার সিটির অন্যতম ফুটবলার রড্রি। অনেকেই আশা করেছিলেন যে এইবার ব্যালন ডিঅর খেতাব জয়ের ক্ষেত্রে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু তাঁদের সে আশা পূরণ হয়নি। ব্যালন ডিঅর খেতাব জয়ে ভিনিসিয়াসকে পিছনে ফেলে ট্রফি জয় করেছেন রড্রি। এরপরই অবশ্য রড্রির এই ট্রফি জয় নিয়ে মন্তব্য করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সংবাদমাধ্যমের কাছে সিআর সেভেন জানান, ‘চলতি বছরের ব্যালন ডিঅর খেতাব ভিনিসিয়াসকে না দিয়ে অন্যায় করা হয়েছে।’

রোনাল্ডোর এমন মন্তব্যের পরই সংবাদ মাধ্যমের কাছে নিজের পাল্টা প্রতিক্রিয়া জানান স্পেনের ফুটবলারটি। রড্রি জানান,  ‘রোনাল্ডোর শুনে আমি অবাক ও বিস্মিত হয়েছি। কেননা, আমি জানি এই পুরস্কারটি কীভাবে দেওয়া হয়, তা সবচেয়ে ভাল জানেন তিনি। চলতি বছর আমাকে বেছে নেওয়া হয়েছে। আর যে সমস্ত সাংবাদিকরা আমাকে ভোট দিয়ে ব্যালন ডিঅর খেতাবের জন্য নির্বাচিত করেছেন, তাঁদের মধ্যে অনেকেই আবার তাঁকেও ভোট দিয়েছিলেন। কিন্তু তখন নিজেকে ভোট দেওয়ার বিষয়ে তিনি আপত্তি করেননি কেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ব্যালন ডিঅর পুরস্কার দেওয়া হয় গত ২৮ অক্টোবর। তবে ব্যালন ডিঅর খেতাব না জিততে পারলেও ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কার জয় করেছেন ভিনিসিয়াস।

এদিকে চলতি বছর চোটের কারণে খুব একটা ভাল যায়নি রড্রির। আগামী মার্চ মাসে নেশন কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ক্লাব বিশ্বকাপে তাঁকে মাঠে দেখা যাবে কি না জানতে চাওয়া হলে, রড্রি আশার কথাই শুনিয়েছেন তাঁর ভক্তদের।

 

Related Articles