ইস্টবেঙ্গল তাঁবুতে সুপার কাপ বিজয়ীদের সংবর্ধনা
Reception of Super Cup Winners at East Bengal Tent

The Truth Of Bengal: ২৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার ইস্টবেঙ্গল তাঁবুতে সুপার কাপ বিজয়ী টিমের সাথে ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এক মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, আরও উপস্থিত ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত সহ টিমের সকল খেলোয়াড়, সহকারী কোচ, সাপোর্টিং স্টাফেরা I এছাড়াও ছিলেন ইমামি গ্রূপের আধিকারিক শ্রী বিভাস আগরওয়াল, শ্রী সন্দীপ আগরওয়াল সহ ইমামি গ্রুপের অন্যান্য অধিকারিকবৃন্দ I উপস্থিত ছিলেন ক্লাব সচিব শ্রী কল্যাণ মজুমদার, সহ সচিব শ্রী রূপক সাহা, সিনিয়র সহ সভাপতি শ্রী মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি শ্রী রাহুল টোডি, ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত সহ ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সকল সদস্যগণI
এইদিন মাননীয় ক্রীড়ামন্ত্রী ও মাননীয় মহানাগরিকের উপস্থিতিতে ক্লাবের তরফ থেকে সুপার কাপ ২০২৪ চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দেওয়া হয় পনেরো লক্ষ টাকার চেক I অনুষ্ঠানে কোচ, বর্তমান খেলোয়াড় ও প্রাক্তন খেলোয়াড়দের মিলিত ফটো শুটে ক্লাব প্রাঙ্গনে এক অভিনব দৃশ্যের সৃষ্টি হয় I সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ফুটবল সচিব শ্রী সৈকত গাঙ্গুলিI
FREE ACCESS