
Truth Of Bengal: লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার রায়ো ভালকানোর বিপক্ষে পয়ন্ট নষ্ট করল কার্লো আনসেলত্তির দল। এই ম্যাচের আগে লা লিগার ম্যাচে পর পর দুটি ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে রিয়াল মাদ্রিদ। শনিবারও তার ব্যতিক্রম হল না।
এস্তাদিও দে ভেলেকাস স্টেডিয়ামে রিয়াল খেলার শুরু হওয়ার চার মিনিটের মাথাতেই পিছিয়ে পড়ে। উনাই লোপেজের করা গোলে এগিয়ে যায় রায়ো ভালেকানো। তারপর ৩৬ মিনিটে আবার ব্যবধান বাড়িয়ে নেয় তারা। আব্দুল মুমিনের গোল করে এগিয়ে দেন ভালেকানোকে।
পিছিয়ে পড়ে আরও আক্রমণের তেজ বাড়াতে থাকেন রিয়ালের ফুটবলাররা। রিয়াল প্রথম গোলের সন্ধান পায় ম্যাচের ৩৯ মিনিটে। রিয়ালের হয়ে প্রথম স্কোরশিটে নাম তুললেন ভালভার্দে। এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আনসেলত্তির দলের হয়ে ফের ব্যবধান কমান জুডে বেলিংহ্যাম। ৪৫ মিনিটে দূরন্ত হেডে গোল করে স্কোরশিটে নাম তুললেন তিনি। ফলাফল ২-২ রেখেই বিরতিতে যায় দুই পক্ষ।
বিরতি থেকে ফিরে এসেই ম্যাচের ৫৬ মিনিটে মাদ্রিদ জায়ান্টদের এগিয়ে দেন রড্রিগো। কিন্তু এই গোলও বেশিক্ষণ ধরে রাখতে পারলেন রিয়াল ডিফেন্ডাররা। ৬৪ মিনিটে রায়ো ভালেকানোকে সমতায় ফেরান প্লাজন।
এরপর আর কোনওপক্ষই কোনও গোল করতে পারেনি। ম্যাচ ড্র করে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। এবং এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।