খেলা

রেফারিকে আক্রমণ করার অভিযোগে ৬ ম্যাচ সাসপেন্ড রিয়াল ডিফেন্ডার

Real Madrid defender suspended for 6 matches for attacking referee

Truth Of Bengal: কোপা দেল-র’র ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল বার্সেলোনার। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে রেফারির একটি সিদ্ধান্তে মাঠের মধ্যে রেফারি রিকার্ডো ডি বুরগুসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রিয়ালের জার্মান ডিফেন্ডার রুডিগার থেকে শুরু করে ইংল্যান্ড ফুটবলার জুডে বেলিংহ্যাম পর্যন্ত। তারপরই আলোচনায় উঠে আসে জার্মান ডিফেন্ডারের শাস্তির প্রসঙ্গটি। কিন্তু কতদিন তিনি শাস্তি পাবেন, বা কি শাস্তিই তাঁর হবে সেই বিষয়টিই দেখা ছিল। এমনকি নিজে যে শাস্তির মুখে পড়তে চলেছেন, তা বুঝেই নিয়েছিলেন রুডিগার স্বয়ং। সেই সুযোগেই তিনি হাঁটুর অস্ত্রোপচারও করে ফেলেছেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার জানা গিয়েছে জার্মান ডিফেন্ডার রুডিগারকে কোপা দেল-র’র ফাইনাল ম্যাচে রেফারির বিরুদ্ধে ওইরকম আচরণের জন্য ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত স্প্যানিশ ফুটবল সংস্থার ১০১ ধারা অনুযায়ী, যে টুর্নামেন্টে ফুটবলাররা অপরাধ করলে, তাঁর শাস্তি সেই টুর্নামেন্টের জন্যই বলবত হবে। তবে যদি খেলোয়াড় এ ক্ষেত্রে চার ম্যাচের অধিক সাসপেন্ড থাকেন, তাহলে তা লা লিগার ম্যাচে কার্যকর হবে। তাই রুডিগারকে লা লিগার ছটি ম্যাচে সাসপেন্ড থাকতে হবে।

রুডিগারের এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে কেবলমাত্র লা লিগার ম্যাচেই। অর্থ্যাৎ আগামী মরসুমের শুরু পর্যন্ত শাস্তি বহাল থাকবে রুডিগারের। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রুডিগারকে হাঁটুর অস্ত্রোপচারের জন্য ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে ঘরোয়া মরসুমে তাঁকে ছাড়াই বাকি ম্যাচগুলিতে মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে। এমনকি ১৫জুন থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপেও অনিশ্চিত এই জার্মান ডিফেন্ডার।

রুডিগার ছয় ম্যাচে সাসপেন্ড থাকলেও একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়ালের অপর ফুটবলার ভাসকুয়েজকে সাসপেন্ড করা হয়েছে দুটি ম্যাচের জন্য। তবে রেফারির রিপোর্টে বেলিংহ্যামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা যে ভুল সিদ্ধান্ত ছিল তার জন্য রিয়ালের পক্ষ থেকে একটি ভিডিও রিপোর্ট জমা দেওয়া হয়। এবং সব দিক বিচার বিবেচনা করেই বেলিংহ্যামের শাস্তি মুকুব হওয়ায় এ যাত্রায় শাস্তির হাত থেকে বেঁচে গেলেন ইংল্যান্ড মিডিও।

Related Articles