খেলা

ঘরের মাঠে নাইট বধের ছক ফাঁস আরসিবির

RCB's home game

Truth of Bengal: শনিবার আইপিএল-র উদ্বোধনী ম্যাচে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ব্যাট হাতে এই ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন আরসিবি ব্যাটার বিরাট কোহলি। তাঁর চওড়া ব্যাটে ভর করেই ক্রিকেটের নন্দনকাননে নাইটদের ধরাশায়ী করল অ্যান্ডি ফ্লাওয়ার বাহিনী। কোন জাদুতে কেকেআরকে নিধন করল আরসিবি এবার সেই মন্ত্রই ফাঁস হল রবিবার। এই তালিকায় অন্যতম হিসাবে উঠে এল নাইট টিম ম্যানেজমেন্টের অন্যতম কর্তা শাহরুখ খানের নাম।

এই ব্যাপারে বলতে গিয়ে দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক জানান, ‘শনিবারের সন্ধ্যা এক দারুণ নৃত্যের ছন্দে শুরু করেছিলেন এক ব্যক্তি। মনে হয় উনার সঙ্গে নাচ করার ফলেই ওই ব্যাটারের ফুটওয়ার্কের অনেক উন্নতি হয়েছে।’

এরপর ইয়ার্কির ছলে এই কথা বললেও শনিবারের ম্যাচে বিরাটের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করেন আরসিবি-র ব্যাটিং কোচ। ম্যাচ শেষে দলের ড্রেসিংরুমে গিয়ে কার্তিক বলেন,  ‘শনিবার ম্যাচে বিরাট যে পারফরম্যান্স করেছেন সেখান থেকে ভবিষ্যৎ ক্রিকেটারদের শেখা উচিত। কখন নিজেকে আগ্রাসী হতে হবে আবার কখন নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে ক্রিজে টিকে থাকার জন্য ব্যাটিং করতে হবে এটাই তো একজন সেরা ব্যাটারের আসল কাজ।’

আইপিএল-এ নাইটদের বিপক্ষে বিরাটের পারফরম্যান্স বরাবরই যথেষ্ট ভাল। শনিবারের ম্যাচের আগে ৩৪টি ম্যাচে ৯৬২ রান করেছিলেন তিনি। শনিবার ৫৯ রানে অপরাজিত থাকার সঙ্গে সঙ্গে নাইটদের বিপক্ষে তৃতীয় ক্রিকেটার হিসাবে ১০০০ পূর্ণ করেন কিং কোহলি।

Related Articles