
The Truth of Bengal:বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছেন এখন প্রত্যেক ক্রিকেটারের নজর রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের দিকে। আরসিবির অন্যতম জনপ্রিয় খেলোয়াড় ক্যামেরন গ্রিন কঠিন রোগে আক্রান্ত। কিডনির জটিল রোগে হয়েছেন । কিডনির রোগের দ্বিতীয় স্তরে রয়েছেন ক্যামেরন । ফলত বিরাট দের চাপ আরও বাড়ল । ক্যামেরনের বাবাও সম্প্রতি বলেছেন তার শরীর টা ভালো নয় । ফলত ২০২৪ এ তাকে আইপিএলে পাওয়া যাবে কিনা তা নিয়ে জল্পণা চলছে । প্রত্যেকটা দলই গুছিয়ে নিচ্ছে অন্দরটা ।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৯ ডিসেম্বর হবে মিনি নিলাম। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও দলটা গুছিয়ে নিচ্ছে। তাদের নজরে রয়েছে তিনজন খেলোয়াড়। ক্যামেরণ না থাকলেও বেশ কয়েকজন খেলোয়াড় কে দলে নেওয়ার ভাবনা রয়েছে আরসিবির। ওয়ানিন্দু হাসারাঙ্গা , মিচেল স্টার্ক , মুজিব উর রহমান। ক্যামেরণের বাবা বলেছেন ডাক্তাররা তাকে বলেছিল আর বাঁচাতে পারবে না ক্যামেরণকে । ১২ বছরের মধ্যে ক্যামেরণের মৃত্যু হবে । তারপর ২৪ বছর পার হয়ে গেছে তিনি সুস্থ রয়েছেন কিন্তু এখন তার শরীরে
এই রোগ দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেছে ফলত তার এখন আর ফিরে আসা সম্ভব নয় । এত গুলো বছর হয়ে গেল জিততে পারেনি আরসিবি । আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। তাই এবার নতুন কোচ আনতে চাইছে আরসিবি। আসছেন শাস্ত্রীও। সবদিক থেকে পরিবর্তন করলেও ক্যামেরণ গ্রিন এখন অসুস্থ । তাকে ছাড়াই হয়তো এই পরিবর্তন করতে হবে । সঙ্গে চাইছে কয়েকজন বিদেশি খেলোয়াড়কেও ।