প্যারালিম্পিকে ১৫০০ মিটার দৌড়ে প্রথমবার অংশ নেবেন রক্ষিতা রাজু
Rakshita Raju will participate in the 1500m race for the first time in the Paralympics

Truth of Bengal: শারীরিক অসুবিধা থাকলেও মনের জোরে অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে কর্নাটকের চিকমাগালুরের রক্ষিতা রাজু। জন্ম থেকেই দৃষ্টিশক্তির সমস্যা রক্ষিতার। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে প্যারিসের প্যারালিম্পিকে মহিলাদের ১৫০০ মিটার টি-১১ ক্যাটাগরিতে অংশ নেবেন রক্ষিতা রাজু।
প্যারালিম্পিকের ইতিহাসে তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এই ইভেন্টে অংশ নেবেন। জন্ম থেকে দৃষ্টিহীন রক্ষিতা রাজু খুব কম বয়সে বাবা-মাকে হারান। তিনি মানুষ হয়েছেন দিদার কাছে। তাঁর দিদাও মুক ও বধির। ব্লাইন্ড স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকই রক্ষিতার মধ্যে প্রতিভা দেখে তাঁকে অ্যাথলিটের অনুপ্রেরণা জোগান।
সিবিএম নামক স্বেচ্ছাসেবী সংস্থা রক্ষিতা রাজুকে স্পন্সর করছে। ২০২৩ সালে এশিয়ান প্যারা গেমসে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জেতেন রক্ষিতা। তাঁকে সম্মানিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।