
The Truth of Bengal: রবিবার বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টিকিটের কালোবাজারি নিয়ে ক্ষোভ। এই বিষয়ে রাজভবনের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।
তাঁদের কথা মাথায় রেখে রবিবার রাজভবনে খোলা হচ্ছে “জনতা স্টেডিয়াম”। যাঁরা টিকিট পাননি তাঁদের রাজভবনে নিজেদের পরিচয়পত্র সমেত ইমেল করতে হবে। এই ভিত্তিতে মোট ৫০০ জনকে এই জনতা স্টেডিয়ামে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে।
রবিবার দুপুর ১২টা থেকে দুটোর মধ্যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দ্বার।তবে ৫০০ জন হয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ৫০০ জন ক্রিকেটপ্রেমী রাজভবনে বাগানে বসে বড় স্ক্রিনে উপভোগ করতে পারবেন। রবিবারের ভারত দক্ষিণ- আফ্রিকার ম্যাচ। ফার্স কাম ফার্স্ট সার্ভের মাধ্যমে সুযোগ মিলবে।