খেলা

রাহুল দ্রাবিড় কী কোচের পদে থাকবেন? জল্পনা তুঙ্গে

Rahul Dravid

The Truth of Bengal: বিশ্বকাপের ম্যাচ গুলোতে দুরন্ত পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। সেমিফাইনালেও দুরন্ত গতি ছিল। তবে ফাইনালে আর পারেনি টিম ইন্ডিয়া। তাতে রাহুল দ্রাবিড়ের ও মন ভেঙে যায়। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল পর্যন্তই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। বিসিসিআই এর তরফ থেকে বার বার বলা হয়েছে রাহুল দ্রাবিড়কে কোচের পদে থাকতে। তিনি কোচের পদে থাকবেননা বলেছিলেন সেই সিদ্ধান্তকে বদলানোর চেষ্টা করছে বোর্ড। এবারের বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিলেন।

এত বছর পর কাপ জয়ের সুযোগ থাকলেও তা অধরায় থাকল। আগামী বিশ্বকাপ ২০২৭ সালে। ততদিন পর্যন্ত কি ভারতীয় ক্রিকেট দলের কোচ থাকবেন তিনি? এই প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। হারার পর  থমথমে মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। জানান , তাঁর সমস্ত মনোযোগ ছিল টুর্নামেন্টের দিকে। সবে বিশ্বকাপ শেষ হল। পরের বিশ্বকাপ অনেক দূরে , ২০২৭ সালে। বিশ্বকাপ শেষের পর পরই  সিদ্ধান্ত নেয় আর থাকবেননা কোচের পদে। বিশ্বকাপের পর এখন বিশ্রামে রয়েছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এর পর ডিসেম্বর  মাসে  ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলবে সেখানে দ্রাবিড়কেই কোচ হিসেবে চাইছেন বোর্ড কর্তারা। ১৯৯৬ সালে তার প্রথম ক্রিকেট বিশ্বকাপে পা পরে। তার পর ২০০৩ । জিততে পারেননি। এবার জয়ের সম্ভাবনা থাকলেও তা অধরায়  রইল। বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়েছে , বোর্ডের তরফ থেকে  দ্রাবিড়ের সঙ্গে কথা বলা হচ্ছে।‌ বোর্ডের তরফ থেকে আরো আরো বলা হয়েছে ,এত কম সময়ে নতুন কোচের পক্ষে দল তৈরি করা কঠিন। তাই তাকেই  কোচ হিসাবে চাইছে বোর্ড কর্তারা ।

Related Articles