খেলা
Trending

কেকেআর শিবিরে আমূল পরিবর্তন, ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করবে শাহরুখের দল

Radical change in KKR camp, Shah Rukh's team will start preparations for IPL in Eden

The Truth Of Bengal: ২০২৪ এর আইপিএল এর আগে আমূল পরিবর্তন হয়েছে কেকেআর শিবিরে। মেন্টর হিসেবে এসেছেন  গৌতম গম্ভীর। তার পাশাপাশি শ্রেয়স আইআর এবার ফিরে এসেছেন । গত বছর চোট আঘাতে কাহিল হওয়ার কারণে তিনি ছিলেন না কেকেআরের অধিনায়কের পদে । এদিকে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি । যা ঠিক হয়েছে, ২২ বা ২৩ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেকারণে  চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খানের দল ।  নাইটদের ডেরাতেই শুরু হবে এই প্রাকটিস। ১৫ মার্চ শুরু হবে এই প্রাকটিস ।

ট্রফি জেতার জন্য আমূল পরিবর্তন  হয়েছে দলে । গতবার দায়িত্ব সামলেছেন নীতিশ রানা। এবার শ্রেয়স  ফিরে আসায় তাকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে । এদিকে গৌতম চেষ্টা করবেন কেকেআরকে  ট্রফি জেতাতে । এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর।  প্লে অফে গেছে ৫ বার। গৌতম যেন ঘরে ফিরেছেন। আর ঘরে ফিরে তিনি  নিজেও ভীষণ  খুশি ।  গৌতম গম্ভীরের নেতৃত্বে দল প্রাকটিসে নামবে ১৫ মার্চ থেকে।

উল্লেখ্য , দেশজুড়ে লোকসভা ভোটের আবহের মাঝে আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা কঠিন ,  সে কারণে দু পর্যায়ে আইপিএল এর সূচি প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে । IPL এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি । মার্চ মাসের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত  আইপিএল অনুষ্ঠিত হ্ওয়ার সম্ভাবনা রয়েছে।

FREE ACCESS

Related Articles