কেকেআর শিবিরে আমূল পরিবর্তন, ইডেনে আইপিএলের প্রস্তুতি শুরু করবে শাহরুখের দল
Radical change in KKR camp, Shah Rukh's team will start preparations for IPL in Eden

The Truth Of Bengal: ২০২৪ এর আইপিএল এর আগে আমূল পরিবর্তন হয়েছে কেকেআর শিবিরে। মেন্টর হিসেবে এসেছেন গৌতম গম্ভীর। তার পাশাপাশি শ্রেয়স আইআর এবার ফিরে এসেছেন । গত বছর চোট আঘাতে কাহিল হওয়ার কারণে তিনি ছিলেন না কেকেআরের অধিনায়কের পদে । এদিকে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি । যা ঠিক হয়েছে, ২২ বা ২৩ মার্চ শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেকারণে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাহরুখ খানের দল । নাইটদের ডেরাতেই শুরু হবে এই প্রাকটিস। ১৫ মার্চ শুরু হবে এই প্রাকটিস ।
ট্রফি জেতার জন্য আমূল পরিবর্তন হয়েছে দলে । গতবার দায়িত্ব সামলেছেন নীতিশ রানা। এবার শ্রেয়স ফিরে আসায় তাকে ফের দায়িত্ব দেওয়া হয়েছে । এদিকে গৌতম চেষ্টা করবেন কেকেআরকে ট্রফি জেতাতে । এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। এই সময় ২ বার আইপিএল জিতেছে কেকেআর। প্লে অফে গেছে ৫ বার। গৌতম যেন ঘরে ফিরেছেন। আর ঘরে ফিরে তিনি নিজেও ভীষণ খুশি । গৌতম গম্ভীরের নেতৃত্বে দল প্রাকটিসে নামবে ১৫ মার্চ থেকে।
উল্লেখ্য , দেশজুড়ে লোকসভা ভোটের আবহের মাঝে আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা কঠিন , সে কারণে দু পর্যায়ে আইপিএল এর সূচি প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে । IPL এর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি । মার্চ মাসের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হ্ওয়ার সম্ভাবনা রয়েছে।
FREE ACCESS