ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সিন্ধু
Quarter of India Open Sindhu reached the final

Truth of Bengal: সদ্য সাতপাঁকে বাঁধা পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন জগতের অন্যতম সেরা তারকা পিভি সিন্ধু। বিয়ে সম্পন্ন করেই এবার ফের ব্যাডমিন্টন ব্যাট হাতে কোর্টে নেমে পড়েই ঝড় তুললেন নিজামের শহরের এই শাটলার। নতুন দিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিন্ধু স্ট্রেট সেটে পরাজিত করেন বিশ্ব ক্রম তালিকার ৪৬ নম্বরে থাকা জাপানিজ শাটলার মানামি সুইজুকে। খেলার ফল ২১-১৫, ২১-১৩। আগামী শুক্রবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফের কোর্টে নামবেন সিন্ধু।
ম্যাচ জিতে সিন্ধু জানান, ‘আমি এই প্রথমবার মানামির বিপক্ষে ম্যাচ খেললাম। এবং স্বাভাবিকভাবেই ম্যাচ জিতে আমি আনন্দিত। এর পরের লড়াই আরও কঠিন। কাজেই পরবর্তী ম্যাচ নিয়েই এখন চিন্তা-ভাবনা করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি।’
প্রসঙ্গত, অক্টোবর ২০২৪ সালের পর এই প্রথমবার সুপার ৭৫০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতীয় শাটলার। এর আগে গত বছর সিন্ধু সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশানাল ও একটি সুপার ৩০০ টুর্নামেন্ট জয় করেছিলেন।
উল্লেখ্য, তবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান এইচ এস প্রণয়, প্রিয়ংশু রাজাওয়াত-রা। ভারতীয় পুরুষ শাটলারদের মধ্যে একমাত্র কিরণ জর্জ এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন।